জীবন্ত ব-দ্্বীপের দেশ,
সমুদ্র কৈতের দেশ,
ম্যানগ্রোভ বনের দেশ,
71এর মুজাহীদদের দেশ,
চোদ্দ কোটি সৃষ্টিকর্তার দেশ; আমাদের বাংলাদেশ।
কি বিপুল সম্ভাবনা এদেশের আছে তা যদি ড: ইউনূসদের মত সাধারন মানুস বুঝত, যদি বুঝানো যেতো একসময়ের বাকশাল বা বর্তমান লাঠি-বৈঠার রাজনীতি এদেশের প্রকৃত চিত্র নয়; চোদ্দকোটি সৃষ্টিকর্ত সৃষ্টিকর্তা সৃষ্টি করত এক নতুন বাংলাদেশের।
বিশাল এক জগতে সৃষ্টিকর্তাদের বাস, বিচরণ। সেখানকার গ্রহ-নএগুলোর আয়তনও বিশাল। ছোট আর ূতার কোন স্থান নেই সেখানে।
কিন্তু লগি-বৈঠার আঘাত তাদের বিশ্বাসের গ্রন্থিকে ঢিলে করে দিচ্ছে, তাদের বিশালত্তকে ভেঙ্গে ূদ্র করে দিচ্ছে। এ ূদ্রতার মাঝে তারা বাঁচতে চায় না।
তারা সমাজ থেকে মুখ লুকিয়েও থাকতে পারে না কেননা তারা নিজের দ্্বারা বলিয়ান হয়ে ওঠা নয় বরং সকলের দ্্বারা পূর্ণাঙ্গ হয়ে ওঠায় বিশ্বাস করে। কিন্তু এর অর্থ আবার এও নয় যে তারা ূদ্রতার কাছে মাথা নত করবে। বরং তাদের বিশালত্তের কাছে ূদ্রতা তার অস্তিত্য হারাবে, চিরতরে।
এই প্রত্যাশা নিয়ে..................।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।