শাফিক আফতাব---------- নীলা চলে যাবে বলে সেদিন তোমাকে ছুঁইনি আর যদি ফিরে না আসো মিছে কেনো তাহলে আগুণ জ্বালাবো ? ফোয়ারার কাছে বসে জোয়ার এনেছিলে জীবনের মানবীফুল থেকে দিয়েছিলে স্বর্গের সুবাস মাতৃভাষা বাংলায় ছোট্ট একটি বাক্যে করেছিলে তোমার তাবৎ প্রকাশ তারপর লজ্জানত চোখের কত লীলাখেলা বর্ষার জলে ভেজা, গ্রীষ্মের গরমে গলে তোমাকে পাওয়া। কালের যাঁতাকলে তোমাকে ধরে রাখতে পারিনি আমি ব্যর্থ প্রেমিকের উপাধি নিয়ে তাই আজ তোমাকে ছুঁইতে বড় ইচ্ছে করে। ইচ্ছেগুলো বর্ষার জলে ভেজা ফুল হয় তোমাকে পেতে আজ ভুল হয়। ২৫.০৬.২০১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।