ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
জনতার বিবেক জাগতে হবে আগে।
চারদিক অন্ধকার করে আসছে আঁধার
জ্বালতে চাও-ই যদি মেধার মগজে আলো
কেন ঘরের কোণায় জড়োসড়ো বসে থাকা
পথ হারিয়ে যাবার আগে মোড়ে মোড়ে পথে
জ্বালাও চৌদিকে আলো, অন্ধ চোখে সবে।
ঝড় ও ঝঞ্ঝায় ভাঙলে দেয়াল, অমূল্য সম্পদ
সে দেয়াল উঠানোর দায়িত্ব ঘরের মালিকের
পড়শির দায়-দায়িত্ব থাকে না যাতে কোনো
কীসের চিৎকার শোরগোল তার জন্যে অবেলায়!
আসুন, দু'চোখে আলো জ্বালি সকলের আগে
দূর করি রাজনৈতিক খবরদারী মাঠে ময়দানে
ক্ষমতার হিংস্র দাপট খুবলো খাচ্ছে সোঁদা মাটি
ঘোর তমশায় যাচ্ছে ডুবে স্বপ্নের স্বদেশভূমি
এখন সময় শুধু দীপ্ত আলো জ্বালবার
উঁচিয়ে মশাল ধরো ঘরে ঘরে মুক্ত হাতে।
০২.১২.২০০৬
Sheikh Jalil
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।