ক্যাচাল ভালো লাগেনা ক্যাচাল মুক্ত ব্লগ ক্যাচাল করতে চাইলে মেইল করেন md_naeem_islam@ovi.com অথবা ক্যাচাল ফেবুতে করতে চাইলে www.facebook.com/md.naeem.islam2
শটগান ও পিস্তল উঁচিয়ে প্রযোজক আবদুল আজিজ হত্যার হুমকি দিয়েছেন ঢালিউডের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খানকে। এ ঘটনায় গতকাল তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-৩১ প্রাণনাশের হুমকি উল্লেখ করে দায়ের করা শাকিব খানের এ মামলায় সাক্ষী হিসেবে ছিলেন প্রযোজক কালাম, পরিচালক সুমন, পরিচালক রাজু চৌধুরী।
গতকাল এফডিসির কড়ইতলায় মহরতের মাধ্যমে শুরু হয় নতুন ছবি ‘সন্তান’-এর শুটিং। যুগল পরিচালক শাহীন-সুমনের পরিচালনায় এতে অভিনয় করছেন শাকিব খান।
বিকাল পাঁচটায় মেকআপ রুমে ছিলেন তিনি। সে সময় সেখানে উপস্থিত ছিলেন ছবির প্রযোজক কালাম, পরিচালক শাহিন-সুমন, ক্যামেরাম্যান, পরিচালক রাজু চৌধুরীসহ অনেকে। হঠাৎ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করেন চলচ্চিত্রের নতুন প্রযোজক আবদুল আজিজ। সঙ্গে দুই ব্যক্তি, তাদের একজনের হাতে শটগান। পরিচালক সুমন তার সঙ্গে শাকিব খানকে আলাপ করিয়ে দেন।
শাকিব তাকে বসতে বলেন, কুশল বিনিময় করেন। শাকিব জানান, এরপর আমি তাকে এমনি বলি, আপনি চশমা নিয়েছেন কবে? উত্তরে তিনি বলেন, তুই-ই তো আমাকে চশমা ধরিয়ে দিলি। এরপর আমি কিছু বুঝে ওঠার আগেই, আজিজ কাকে যেন বলেন, ওই শালারে গুলি কর। আয়নার মধ্য দিয়েই দেখলাম একজন গুলি লোড করছে। আমি আয়নার দিক থেকে পিছনে ঘুরতেই দেখি প্রযোজক আবদুল আজিজসহ আরও দুই লোক আমার দিকে শটগান ও দু’টি পিস্তল তাক করে রেখেছে।
একপর্যায়ে পরিচালক সুমন তাদের সামনে গিয়ে প্রতিরোধের দেয়াল হয়ে দাঁড়ান। এতে তারা কেন জানি না ঘটনা থেকে সরে দাঁড়ায়। কিছুক্ষণের মধ্যেই এফডিসি থেকে উধাও হয়ে যায় তারা। বিষয়টি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদকে জানালে আগামীকাল এই বিষয়ে সভা করবেন বলে তিনি জানিয়েছেন। এ সিদ্ধান্তে প্রযোজক সমিতির কার্যকরী সদস্যরা ক্ষেপে যান।
সন্ধ্যায় একটি বৈঠক করে তারা বলেন, শিল্পী সমিতি আমাদের জানালে আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে থানায় মামলা দায়ের করতাম। সেখানে বিষয়টি এখন একদিন পিছিয়ে গেল। প্রযোজক পরিবেশক সমিতির এই জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি গাজী মাযহারুল আনোয়ার, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শরীফুদ্দিন খান দীপুসহ প্রযোজক-পরিচালক মোহাম্মদ হোসেন জেমী, প্রযোজক কালাম, প্রযোজক ইকবাল, পরিচালক শাহাদাত হোসেন লিটন, পরিচালক রাজু চৌধুরী, শাহীন ও সুমনসহ র্যাব ও পুলিশ সদস্যরা। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, যতক্ষণ পর্যন্ত প্রযোজক আবদুল আজিজ সংশ্লিষ্টদের সঙ্গে আপস না করবেন ততক্ষণ পর্যন্ত সকল কার্যক্রম স্থগিত থাকবে।
এদিকে ঘটনার কারণ অনুসন্ধানে জানা যায়, প্রযোজক আবদুল আজিজের প্রযোজনায় প্রথম ছবি ‘ভালবাসার রঙ’-এর সিডিউল সংক্রান্ত জটিলতার কারণে এই কোন্দলের সৃষ্টি।
উল্লেখ্য, প্রযোজক আবদুল আজিজ টেনারি ব্যবসায় ব্যস্ত থাকার কারণে এই ছবিটির নির্বাহী প্রযোজক-এর দায়িত্ব পালন করছেন শীষ মনোয়ার। পরিচালকদ্বয় ও শাকিব খানের সঙ্গে সকল কথাবার্তা তিনিই বলে আসছেন।
সূত্র
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।