আমাদের কথা খুঁজে নিন

   

জড়সড় ( শীতের কবিতা)

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

পতিত ঠোঁট জোড়া... পতিতা ভেবে আবার ভুল কোরোনা কেউ পড়তে। পতিত মানে জানো তো - অনাবাদী বা ফেলনা। তার উপর শীতকাল, খরার টানে শুকনো আবরণ টানাটানা, ফেটে ফুটে একেবারে চৌচির। উষর ভূমিতে চাষের ইচ্ছেই কি আর কেউ প্রকাশ করে, সেচ তো বহুদূরের আশা। সেই শীতের খরায় ফাটা ঠোঁট জোড়া আর মাঝে দেহাভ্যন্তরের প্রবেশ দোর।

সেখানে হু হু করে ঢুকছে শীতল বাতাস। কষ্ট! কষ্ট! কষ্ট! শুকিয়ে পড়া নিঃশ্বাস। দেহের অলি গলি শিরা নাড়ী শীতল বাতাসে জড়াগ্রস্থ। ঢুকে পড়ে ভুলে পথ হারিয়ে হয়তো সুখ দুএক প্রস্থ। কিন্তু সে আবার হারিয়ে যায় কালের জালে রূপকথার এক চোখা রাক্ষস থাকে ঐ ঠোঁটেরই আড়ালে।

কিন্তু এসব কেন?--- কেউ আবার ইরোটিক কিছু ভেবে অকারণ েক্ষপনা। ফুসফুসে সিগারেটের গরম ধোঁয়া এতই প্রভাব খাটিয়েছে, শীতল বাতাস ছুঁতেই শুরু তার হাপিত্তেশ। অভ্যেস! এরই নাম অভ্যেস! অ্যাবনরমালিটিও ন্যাচারেল হয় যখন দুঃসময় গিলে খায় সু-সময়। ঠোঁটের কোনের হাসি শুকিয়ে হয় শুষ্ক সীবন শীতে জড়োসড় হয়ে ভয়ে আত্মার আড়ালে লুকায় যখন জীবন। ২৯/১১/০৬


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।