আপনজন
এতোদিন ধরে অনেক কুতুব মাঠ গরম করেছেন। রাজপথে বক্তব্য দিয়েছেন। তবে দিনে দিনে কুতুবের পরিবর্তন হয়েছে। সময়ের পরিবর্তনে বোঝা গিয়েছে কেন তারা বেশি কথা বলেন। একসময় বেশি কথা বলতেন ওবায়দুল কাদের ও কলোবিড়াল (সুরঞ্জিত বাবু), পরবর্তীতে মন্ত্রীত্ব চলে যাওয়ার পর আবার এখন মাঠে আছেন কালো বিড়াল আর তার সাথে যোগ হচ্ছেন সময়ে অসময়ে অনেক নতুন নতুন কুতুব।
তারা কি আসলে সঠিক কথা বলেন নাকি মন্ত্রীত্ব বা অন্য কিছু চান। গতকাল একটি সভায় --
আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, কোন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকার নয়, অন্তঃবর্তীকালীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। তাই রাজপথে বিশৃংখলা সৃষ্টি করে কোন লাভ নেই। বরং অন্তঃবর্তীকালীন সরকার কিভাবে গঠিত হবে সে বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলকে সংসদে আসার আহ্বান জানিয়েছেন। গতকাল (শুক্রবার) সকাল সাড়ে ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘তত্ত্বাবধায়ক সরকার বিপন্ন গণতন্ত্র’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
ইউসুফ হোসেন হুমায়ুন বলেন, মাগুরার উপনির্বাচনে সকাল ১১টার মধ্যে ফলাফল ঘোষণা করার প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার ভাবনা এসেছিল। জননেত্রী শেখ হাসিনা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রস্তাব দেন তখন অনেকেই এটাকে হাস্যকর, অবাস্তব বলে ব্যাখ্যা দেন। কিন্তু দুই তিনটি নির্বাচন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠনের সিদ্ধান্ত হয়। গত ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার চরম অগণতান্ত্রিক ধারায় পরিচালিত হয়। গণতন্ত্রকে হত্যার চেষ্টা করে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সুপ্রীম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে রায় দেয়। পরে জাতীয় সংসদে এটি পাস হয়। তাই আগামী সংসদ নির্বাচন আর কোন অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয় অন্তঃবর্তীকালীন সরকারের অধীনেই হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।