From Dust I from - Dust Will Be!
Racism জিনিসটা ঘটে প্রতি ক্ষেত্রে প্রতি বেলায়। এর বেশির ভাগই ঘটে আপনার দেশের বাইরে। প্রধান কারণ এই যে আপনি বিদেশি নতবা আপনার স্কিন কালার তাদের চেয়ে ভিন্ন। আমি যেই দেশে থাকি সেখানে আমিই হলাম একা বাংলাদেশে আমার কলেজে এমনকি আমার শহরে। এই দেশের মানুষ খুব ভদ্র, তবে শুধু মানুষের বদনাম বলে বেড়ায়।
এমনকি আমি যদি তাদের কাছে থাকি তারা আমার সাথে খুব ভাল আচারণ করবে, আমাকে ধরাই দেবেনা যে পিছনে পিছনে তারা আমাকে কত ঘৃণা করে। আমি অবশ্য বুঝতে পারি এই ব্যাপারটা তবে আমি ধরা দেই না, কারণ আমাকে তাদের সাথে তাল মিলেয়ে থাকতে হবে। আমি মনে প্রানে গীবত ঘৃনা করি এবং যারা গীবত বলে বেড়ায় তাদের কেও ঘৃণার চোখে দেখি।
আমার ক্ষেত্রে অনেক বেলায় আমি Racism এর সামনা সামনি হয়েছি। আমি নিজেকে সংযোগ করে রেখেছি।
তাদের বিপরিতে আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু কোনো এক পিছুটান আমাকে দূরে ঠেলে দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।