আমাদের কথা খুঁজে নিন

   

সালাতের ব্যাপারে আমরা কতটুকু সচেতন?

কি জানি_______ সালাতের ব্যাপারে আমরা কতটুকু সচেতন?? ইতিহাসের আমাদের মহানায়কদের সাথে যদি আমাদের নিজেদের জীবনের তুলনা করি, আমাদের অবস্থান কোথায়?? নামাজ নিয়ে ভাবতে ভাবতে মনে পড়লো -- ইতিহাসের মহান বীর সালাহউদ্দিন আইয়ুবি মাসের পর মাস থাকা যুদ্ধক্ষেত্রে এক মাঝরাতে উঠে তার সহযোদ্ধাদেরকে আহাজারি করে ডাকছিলেন আর বলছিলেন, তোমরা যুদ্ধে পরাজিত হয়ে গেলে মনে হয় আজ... !! বীর সেনাপতির এই কথা শুনে তারা ভয়ে চমকে উঠেছিলেন, তখন সুলতান সালাহউদ্দিন তাদের স্মরণ করিয়ে দিয়েছিলেন যে মুসলিমরা জয় তাদের অস্ত্রশস্ত্রের কারণে পায়না, বীরত্বের জন্যেও না বরং তাদের ঈমানের কারণে পায়। যুদ্ধক্ষেত্রে সারাদিন যত কষ্টই হোক, তাহাজ্জুদের সালাতে এই আর্মি চিফ তার সঙ্গীদের নিয়েই দাঁড়িয়ে যেতে পছন্দ করতেন। উমার বিন আবদুল আযীযের পরে যার কথা বলতে মুসলিম উম্মাহ আনন্দবোধ করেন, তা সালাহউদ্দিন আইয়ুবির (রাহিমাহুল্লাহ) মতন মানুষই তো! বছরের পর বছর যুদ্ধক্ষেত্রে থাকা এই সেনাপতি নামাজের ব্যাপারে এমনই সচেতন ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর তার সাহাবাদের সময়ের কথা আমাদের কাছে আরো বেশি স্বপ্নতূল্য আর আরাধ্য। নামাজের ব্যাপারে, আল্লাহকে মানার ব্যাপারে তাদের কোন কার্পন্য কখনো ছিল? আমার কাছে কেন যেন মনে হয়, এই নামাজের সত্যিকার তাৎপর্য আমরা মনে হয় উপলব্ধি করতে পারিনা।

নিজের সাথে আরেকবার নিজেকে রিমাইন্ডার দেয়া প্রয়োজন যেন ঠিকমতন সতের রাকা'আত ইমামের পেছনে হয়, সঠিক সময়ে। *এই জীবন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য* -- এই কথার প্রমাণ মনে হয় যথাসময়ে যথাযথভাবে নামাজের মধ্যেই নিহিত। যার এটা ঠিক আছে, জান্নাতের চাবি তো তার হাতেই হয়ে যাবে। আল্লাহ তাকে মাফ করে দেবেন, এমন আশা তো আমরা করতেই পারি। ♥ "ধৈর্য্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে।

অবশ্য তা যথেষ্ট কঠিন। কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব। " [সূরা আল বাকারাহ : ৪৫] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।