জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই।
ঈদের সালাতের আগে আমাদের করণীয় কাজ কি কি?
নিম্মবর্ণিত কাজ গুলো করা সুন্নাত/মুস্তাহাবঃ
১. গোসল করা। পরিস্কার কাপড় পরিধান করা মুস্তাহাব।
২. ঈদুল ফিতরের দিন খাবার খেয়ে ঈদের সালাতে যাওয়া আর ঈদুল আযহার দিন না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত।
৩. ঈদগাহে পায়ে হেটে যাওয়া মুস্তাহাব।
আর এক পথে যাবে এবং ভিন্ন পথ দিয়ে আবার পায়ে হেটেই আসা সুন্নত।
৪. তাকবীর পড়া এবং তা বেশী বেশী ও উচ্চস্বরে পড়া সুন্নত।
তাকবীর হচ্ছে আল্লাহু আকবর আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবর আল্লাহু আকবর ওয়া লিল্লাহিল হামদ।
খাবার গ্রহনঃ
আমাদের প্রিয় নবী (সাঃ) ঈদুল ফিতরের দিন না খেয়ে ঘর থেকে বের হতেন না।
আর ঈদুল আযহার দিন ঈদের সালাত আদায় না করে কিছু খেতেন না।
ঈদুল ফিতরের দিন রাসুলুল্লাহ (সাঃ) খেজুরর না খেয়ে ঈদগাহে রওনা হতেন না । আর খেজুর খেতেন বেজোড় সংখ্যায় (অর্থাৎ তিনটি, পাঁটি বা সাতটি এভাবে) (বুখারী)
ঈদগাহে কখন যাওয়া উত্তম?
ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া উচিত যাতে ইমাম সাহেবের কাছাকাছি বসা যায়, প্রথম কাতারে সালাত আদায় করা যায়। তাছাড়া সালাতের জন্য অপেক্ষা করা সওয়াবে কাজ।
ঈদের শুভেচ্ছা বিনিময়ঃ
সাহাবে কিরাম ঈদের দিন শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেনঃ
ঈদ মোবারক (আপনাকে বরকতময় ঈদের শুভেচ্ছা)
কুল্লু আম ওয়া আনতুম বিখাইর (প্রতি বছরই আপনারা ভাল থাকুন)
সালাত শেষে বাড়ী ফিরে কি করবেন?
আমাদের প্রিয় নবী (সাঃ) ঈদেও দিন ফজরের সালাতের পর ঈদের সালাতের পূর্ব পর্যন্ত মধ্যবর্তী সময়ে কোন প্রকার সুন্নত নফল সালাত পড়েন নি।
(ঈদগাহ থেকে) বাড়ী ফিরেই তিনি প্রথমে দু’ রাকাত (সুন্নাত) সালাত আদায় করতেন। (বুখারী ও মুসলিম)
সুত্রঃ প্রশ্নোত্তরে সিয়াম। ডঃ আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।