আমাদের কথা খুঁজে নিন

   

ভিজিটিং কার্ড

আমার ব্যক্তিগত ব্লগ

আজ একটা জায়গায় একটা মেয়ের সাথে পরিচিত হলাম। ঠিক পরিচিত না, দেখলাম বলতে পারেন। ও গ্রামীন ফোনের কোন এক বিভাগে প্রজেক্ট কো-অর্ডিনেটর। চমৎকার পার্সোনালিটি (গ্রামীন ফোনে কাজ করে অথচ এই গুন নেই, এটা এখনও দেখিনি)। সবার প্রিয়, আসে পাশের লোকজনের আচরনে বুঝলাম।

দেখতে মোটামুটি, স্লিম। নিজেই আগ বাড়িয়ে আমার সাথে কথা বললেন, না হলে আমার মতোন ঠান্ডা মানুষ কোনদিনও কথা বলত না। ভাল লাগল। মাঝে ওনার ননাসের ফোন আসল (দু:খিত ধুসর, উনি বিবাহিত)। বেশ চমৎকার ভাবে আত্নীয়তা বজায় রাখেন বোঝা গেল।

পরিচয়ের এক পর্যায়ে জানতে চাইলেন, আমি পড়াশুনা করছি নাকি আর কিছু। এবার আমি ওনাকে একটু চমকে দিলাম। ব্যাগ থেকে ভিজিটিং কার্ড বের করে ধরিয়ে দিলাম। উনি ভাবতেও পারেননি 5/6 শব্দের মাধ্যমে যার সাথে প্রথম আলাপ, সে এভাবে নিজের ফোন, অফিস ঠিকানা দিয়ে দিবে। বিদায় নেয়াটা খুব সুন্দর হলো না।

উনি ফোনে ওনার ননাসের কি একটা সমস্যা সমাধান করছিলেন, আমি শুধু হাত নেড়ে বিদায় হলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।