আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাবসার্ড কাব্য - সপ্তাহান্তের ফিরিস্তি : অনুপ্রেরণা : ব্রাত্য রাইসু

যদি নির্বাসন দাও.................................................................. আমি ওষ্ঠে অঙ্গুরী ছোঁয়াবো আমি বিষ পান করে মরে যাবো! বিষণ্ন আলোয় এই বাংলাদেশ নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ- এ আমারই সাড়ে তিন হাত তুমি।

শনিবারে মোরা এঁকেছিনু ছবি রবিবারে খেয়েছিনু ভদকা, সোমবার ছিল শহরে অবরোধ ছাদে ফুটিয়েছিনু পটকা। মঙ্গলে মোরা দেখেছিনু মেগ সাথে ছিলো কালিদাস ফটকা, বুধবারে জরিনা রেঁধেছিনু আহা অতি সুস্বাদু খিচুড়ি ল্যাটকা। বৃহস্পতি কাটিয়েছিনু টয়লেটে সাথী ছিলো বদনা লোটকা, শুক্রতে আমি পেয়েছিনু বড় দুখ রাসেল ডেকেছিলো 'অই মোটকা'। *** সম্পূর্ণ কাল্পনিক কাছড়িতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।