ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
এখানে নিবদ্ধ হও লক্ষ্যান্বেষী ধ্যান।
মগজের দীঘল জমিনে যুবক বৃক্ষেরা
কোমরে কোমরে বেঁধে দাঁড়িয়েছে আজ।
কুয়াশার কাফন সরায়ে তরতাজা রোদ দাও
স্বস্তির সুবাস নিয়ে স্বাস্থ্যবতী হাওয়া
সবুজ পাতার ফোকরে শোঁ শোঁ বয়ে যাক।
এই মূলে পানি ঢালো-
ধ্যানের পুষ্টিতে ভরে
মননের জমিনে দাঁড়াক দেবদারু প্রেম।
ভিতর বাগানে ভিনদেশী 'সেন্ট' নয়
প্রতিশ্রুত উন্মত্ত হাওয়ায় স্বদেশী সুঘাণ হোক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।