আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের চিঠি - ৪



রূপম ভাইয়ের লিখা চিঠি, এ ব্যাপারে উনার অভিজ্ঞতা অসাধারণ। প্রিয়, আমার ভালবাসা, আমার বিশ্বাস, কেমন আছ তুমি? মনে হচ্ছে ভাল আছ। প্রিয়, আমি ভাল নেই, মনে হচ্ছে কষ্ট গুলো নিত্যদিনের সাথী হয়ে ঘুরছে আমারই সাথে। আমি যেন কষ্ট গুলোকে কিছুতেই সরাতে পারছি না। প্রিয় তুমি আমায় উদ্ধার কর, তোমার ভালবাসা দিয়ে আমার কষ্ট গুলোকে দূর কর।

মনে হচ্ছে এত কষ্টে আমি মরে যাচ্ছি, বিশ্বাস কর প্রিয় আমি তোমায় ভীষণ ভালবাসি চিঠির একটি বাক্যও মিথ্যা নয়। তোমায় যদি কখনও হারাই আমার বেঁচে থাকা নিরর্থক হয়ে যাবে। মনে হয় আমার অজস্র ব্যাস্ততার মাঝেও তুমি যেন সারক্ষন আমারই সাথে থাক। এখন রাত ১২.০৩, ঠিক এখন তোমার কপালে একটা চুমু খেলাম, তোমার ভালবাসার পর থেকে কোন রাতে শুতে যাবার আগে চুমু খেতে ভূল হয় না আমার। প্রিয় এখন মনে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়েছ।

আমি তোমার পাশে গিয়ে বসলাম, আলতো করে তোমার কপালে চুমু খেলাম। তুমি ঘুমের মধ্যেই মিস্টি করে হাসলে। আবেগ জড়ানো কন্ঠে বললে.... ভালবাসি, ভালবাসি.......ভালবাসি রূপম। বিশ্বাস কর সত্যি সত্যি যেন আমি এই মুহূর্তে শুনতে পেলাম তোমার কন্ঠ। তুমি আমার প্রতি মুহূর্তের অনুপ্রেরণা।

তুমি সমুদ্রের উত্তাল তরঙ্গ দেখেছ কিনা জানি না, তুমি প্রখর রোদে হিমেল হাওয়ার পরশ পেয়েছ কিনা জানি না, তবে তুমি আমার দৃষ্টিতে তোমার জন্য ভালবাসা দেখেছ, তারপরেও বলছি, তুমি আমার মায়াবী চোখের দৃষ্টি, বাউলের উড়ন্ত চুলের মিস্টি সুবাস, চোখের কান্না, কথার ধ্বনি, আবেগ জড়ানো মৌনতা, পথ চলার সাথী, তুমি আমার একমাত্র ভালবাসা, তুমি আমার অহংকার, তুমি শধুই আমার। তোমারই রূপম


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.