আমাদের কথা খুঁজে নিন

   

মিউনিখে শরত: ঋতু আর রঙের হোলীখেলা

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

বিলেতে সাড়ে সাতশো দিন পড়েছিলাম অনেক আগে। ড: আবদুল হাই সেখানে ইওরোপে ঋতু পরিবর্তন নিয়ে বিস্তারিত লিখেছিলেন। আমাদের মতো ষড় ঋতুর সমাহার ওখানে নেই। তবে এই ছয় ঋতুর পরিবর্তন কখনো কখনো টেরই পাওয়া যায়না। ইউরোপে চারটি ঋতু।

গ্রীস্ম, শরত, শীত আর বসন্ত। এই চারটি মাত্র ঋতু হলেও এরা বেশ জানান দিয়ে আসে। তাপ ও আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিও তার পোষাক পাল্টায়। শরতকালীন সময় এখন মিউনিখে। একমাস পরেই শীত নেবে তার জায়গা।

তার প্রস্তুতিতে প্রকৃতি এখন মহাব্যস্ত। গত গ্রীস্মের পাতা তাদের সবুজ রঙ পালটে লাল, হলুদ বিভিন্ন রঙের পোষাক পড়েছে। মাঝে মাঝে দমকা বাতাস এসে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওদের। মাটিতে, ঘাসের গালিচায় ঝরা পাতার মর্মর আলাপ। একমাসের মাঝেই একেবারে ন্যাড়া হয়ে যাবে গাছপালা।

পাতার বদলে গাছের গায়ে জায়গা নেবে তুষার। শরতের কিছু ছবি তুললাম মিউনিখের ১৯৭২ এর অলিম্পিক ভিলেজের আশেপাশে। তার কিছু আপনাদের জন্যে আপলোড করলাম ব্লগে। পাহাড় এখানে কৃত্রিম। এর নীচে লুকিয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের এ শহরের ধ্বংসাবশেষ।

এখন এখানে সারাদিনের কাজের ক্লান্তি শেষে অবকাশ খোঁজে শহরবাসী। এ পাহাড়ের গায়ে পুরু ঘাসের গালিচা, আর বড় বড় সবুজ গাছের ছায়া এর নীচের জঞ্জালকে পুরোপুরিই আড়াল করে দিয়েছ। হয়তো জার্মানদের মতো কর্মঠ, গ্রকৃতিসেবী জাতির পক্ষেই এ সম্ভব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।