আমি গান দর্শন করি। ব্যান্ডের গান দেখি, সিনেমার গান দেখি, আধুনিক গান দেখি। সবচেয়ে বেশি দর্শন করি হিন্দি রিমেকস। ..সাইয়া দিলমে আনা রে..টাইপের রিমেকস আমার অতীব পছন্দের বিষয় আমার।
বাসায় আমার এক মামা থাকেন।
উনি প্রতিদিন আমাকে স্মরণ করাইয়া দেন- গান হইলো মনোযোগ দিয়া শুনিবার বিষয়, দেখিবার কিছু নহে। তবুও আমি দু চক্ষু দিয়া শুধুগান দর্শন করি..তিশমার গান, জেমসের গান, হাসানের গান, মমতাজের গান এবং সর্বোপরি হিন্দি রিমেকস গান।
মামা স্যাক খাইয়াছেন। বয়স হইয়াছে তাহার। বিবাহ করেন নাই।
তিনি গান শ্রবণ করেন, কানে হেডফোন লাগাইয়াও শ্রবণ করেন মাঝে মাঝে। তিনি শ্রবণ করিলে করুক..তুমি আজ কতো দূরে টাইপের গান। আমি তাহা করিব কী হেতু? আমি গান দর্শন করিব। আমার পছন্দের শিল্পী তিশমা। আমি তিশমা-প্রেমিক আধুনিক শহুরে।
আমি কেন পছন্দ করিতে যাইবো মামার মতোন ষাট দশকের গান?
তিশমা গান দেখায়, আমি গান দর্শন করি। তিশমা-কে দেখিয়া পপস্টার সাকিরার কথা ভাবিতে থাকি। ঐ যে ঘোড়ার সহিত দৌড়ানোর পর সমুদ্রের তীরে নাচিয়া নাচিয়া গাহিয়াছিল- হোয়েনএভার.. না কী গান যেন?
আসল কথা হইলো আমি গান দেখিবোই। তিশমা পল্লীগীতি গাইবে- তুমি এসো আমার বাড়ি, বসতে দেবো পিড়ি। প্রতিদিন দেখিব তিশমার গান...
:..তিশমার একটি ছবি দিতে পারিলে ভালো হইতো, পারিলাম না।
শিখিয়া লই...ইহার পরে দিবো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।