আমাদের কথা খুঁজে নিন

   

উইকিপিডিয়া টিউটোরিয়াল - ২য় পর্ব

জাদুনগরের কড়চা

(এই লেখাটি এবং এর পরের পর্বের লেখা - দুইটাই !@@!107786 !@@!107787 !@@!107788 !@@!107789 !@@!107790 রাখা আছে) !@@!107793 !@@!107794 !@@!107795 আমরা দেখেছি, কী ভাবে একাউন্ট খুলে তার পর কোনো নিবন্ধ সম্পাদনা করতে হয়। এই সহায়িকাতে আমরা দেখবো, কী ভাবে একটি নিবন্ধকে বিভিন্ন পরিচ্ছেদে (section) ভাগ করা যায়, কী ভাবে লেখার চেহারা পাল্টানো যায়, কী ভাবে ছবি (ওসধমব) যোগ করতে হয়, এবং কী ভাবে অন্তঃসংযোগ (Internal wikilink) ও বহির্সংযোগ (External links) দেওয়া যায়। * পরিচ্ছেদ সৃষ্টি একটি নিবন্ধ পুরোটা একবারে না লিখে একাধিক পরিচ্ছেদে ভাগ করে লেখাটা সহজ, এবং এভাবে তথ্যকে সহজে পরিবেশন করা যায়। উইকিপিডিয়াতে পরিচ্ছেদ সৃষ্টি করাটা খুবই সহজ। আপনাকে শুধু পরিচ্ছেদের নামটিকে == চিহ্ন দিয়ে ঘিরে দিতে হবে, তার একটা উদাহরণ দেওয়া হলো চিত্র-১ এ।

এই উদাহরণে আমরা ঢাকা শহরের প্রবন্ধটি সম্পাদনা করছি। লক্ষ্য করুন, প্রথম প্যারাগ্রাফের পর নামকরণের ইতিহাস শিরোনামে একটি নতুন পরিচ্ছেদ শুরু হয়েছে। তাই এই অনুচ্ছেদের শিরোনাম নামকরণের ইতিহাস শব্দ দুটোকে লেখা হয়েছে এভাবেঃ ==নামকরণের ইতিহাস== ফলে, নিবন্ধটির মধ্যে এই শব্দদুটি পরিচ্ছেদের শিরোনাম হিসাবে এসেছে চিত্র-২ এর মতো। আরেকটু খেয়াল করলে দেখবেন, নিবন্ধটিতে একটি সূচীপত্র রয়েছে। এটি তৈরী করতে হলে আপনাকে অবশ্য কিছুই করতে হবে না, উপরের উদাহরণের মতো পরিচ্ছেদের শিরোনাম যোগ করলে উইকিপিডিয়া স্বয়ংক্রিয়ভাবে এই সূচীপত্রটি যোগ করে দিবে।

* বহির্সংযোগ ও অন্তঃসংযোগ চিত্র-২ এর ছবিতে অনেক গুলো নীল রঙের লিঙ্ক দেখতে পাচ্ছেন। এগূলো উইকিপিডিয়ারই অন্য নিবন্ধকে নির্দেশ করছে। নীল রঙের লিঙ্কের অর্থ হলো, সংশ্লিষ্ট নামের নিবন্ধটি উইকিপিডিয়াতে আগে থেকেই রয়েছে। কোনো উইকিলিঙ্ক যদি এমন কোনো নিবন্ধকে নির্দেশ করে, যা এখনো লেখা হয়নি, সেটি লাল রঙে আসবে। যেমন, উপরের উদাহরনে জাহাঙ্গীর নামের নিবন্ধটি এখনো লেখা হয়নি, আপনি এই লিঙ্কে ক্লিক করে এটিকে শুরু করতে পারবেন।

আপনি যদি নিজেই এরকম অন্তঃসংযোগ সৃষ্টি করতে চান, তাহলে শব্দ বা শব্দগুলোকে দুই জোড়া তৃতীয় বন্ধনী দিয়ে ঘিরে দিন, নীচের উদাহরণের মতোঃ [[জাহাঙ্গীর]] আর যদি উইকিপিডিয়ার বাইরের কোন ওয়েবপেজকে সংযুক্ত করতে চান, তাহলে একজোড়া তৃতীয় বন্ধনীর মধ্যে ওয়েবপেইজের ঠিকানাটি লিখুন। যেমন, গুগলের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়ার জন্য লিখুনঃ [http://www.google.com] এটা লিখলে দেখাবে [!@@!108081] অথবা [২], অর্থাৎ একটি সংখ্যা হিসাবে। বহির্সংযোগ দেওয়ার আরেকটি উপায় হলো, সংযোগটিকে একটি নাম দিয়ে দেওয়া, যেমনঃ [http://www.google.com গুগলের ওয়েবসাইট] এই লিঙ্কটিকে দেখাবে এরকমঃ !@@!108105 !@@!108106 * লেখার চেহারা বদলানো কোনো শব্দকে গাঢ় রঙের (Bold) করতে হলে শব্দটিকে তিনটি করে ' বা (single quote) দিয়ে ঘিরে দিবেন। যেমন, যদি ঢাকা শব্দটিকে গাঢ় করতে চান, তাহলে লিখবেন '''ঢাকা''' কোনো শব্দকে বাঁকা বা italic করতে হলে দুইটি করে ' বা single quote দিয়ে ঘিরে দিবেন, যেমন ''ঢাকা'' লিখবেন। * ছবি যোগ করা এবার আসুন কী ভাবে ছবি দেখাবেন।

প্রথমে ছবিটিকে upload করুন, অথবা আগে থেকে upload করা আপনার পছন্দের ছবিটি খুঁজে বের করুন। ধরা যাক, ছবিটির ফাইলের নাম Dhaka-panorama.jpg. আপনি আপনার নিবন্ধের যে জায়গায় ছবিটি যোগ করতে চান, সেখানে নীচের মত একটি লাইন যোগ করুনঃ [[Imagehaka-panorama.jpg|thumb|right|ঢাকা শহরের আকাশের একটি দৃশ্য]] এখানে দুই জোড়া তৃতীয় বন্ধনীর মধ্যে Image: লিখে তার পর আপনার ফাইলের নামটি লিখে, তারপর । (শিফট চেপে \) দিয়ে তারপর thumb, ও তারপর কোন দিকে ছবিটি ঘেঁষে থাকবে (right or left) এবং তার পর ছবির একটি বর্ণনা বাক্য দিয়ে দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.