সুস্থবিজ্ঞানের চর্চা করতে চাই
অনেক টাই হতাশ হয়ে এই লেখা টা লিখছি।
আজ উইকিপিডিয়া তে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান এর কিছু লেখা পড়লাম ইংরেজী উইকিপিডিয়াতে। আগ্রহ বশত বাংলা উইকিপিডিয়াতে দেখতে গেলাম কি লেখা আছে:
“কোফি আন্নান (জন্ম এপ্রিল ৮, ১৯৩৮) ঘানার একজন কূটনীতিবিদ এবং জাতিসংঘের সপ্তম মহাসচিব। “
হ্যা, এইটুকুই লিখা আছে তার সর্ম্পকে।
কম্পিউটার সর্ম্পকে যে লেখা টা আছে তা ও অসম্পুর্ন।
আমরা কি কিছুই করতে পারি না?
আমরা জানি উইকিপিডিয়া হল স্বেচ্ছাশ্রম এবং সাধারন মানুষদের নিয়ে গড়ে উঠা একটি বিশ্বকোষ। পৃথিবীর বিভিন্ন শ্রেণীর ও পেশার সাধারন মানুষের লেখায় গড়ে উঠছে একটি অনন্যা বিশ্বকোষ যা একদম বিনামূল্যে। পড়ালেখা আর গবেষণার জন্য একটি অনন্য উপাদান এটি। তথ্যকে কিছু মানুষে করায়ত্ব থেকে মুক্তি দিতে সর্ম্পুন স্বেচ্ছাশ্রমের লেখা হচ্ছে একটির পর একটি আর্টিকেল।
আমাদের বাংলা উইকিপিডিয়াতে আমাদেরই লিখতে হবে।
অন্যকেউ বা উইকিপিডিয়া কৃর্তপক্ষ এসে লিখে দিয়ে যাবে না।
আচ্ছা আমরা তো বাংলা ব্লগ গুলোতে প্রতিদিনিই বিভিন্ন বিষয়ে লিখি। অনেক ব্লগার বিভিন্ন সুনিদিষ্ট বিষয়েও লিখেন। আমরা তো ইচ্ছে করলেই ঐ লেখাটা ব্লগের পাশাপাশি উইকিপিডিয়াতে লেখা টা দিতে পারি। তাতে আমাদের উইকিপিডিয়া সম্মৃিদ্ধ ও হবে সাথে সাথে আমাদের ব্লগিং করা হবে।
আমরা বাঙ্গালীরা এক হলে কিন্তু অনেক কিছুই করতে পারি ইতিহাস তার সাক্ষী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।