[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
অধরে অধরে হাসি,
দু' অধরে হাসির সঙ্গম,
অমাবশ্যা, পূর্ণিমা কিংবা প্রখর সূর্য
সব হারিয়ে যায়; এমনই সে ক্ষণ।
হারায় অধর সঙ্গমের কবর তলে ক্ষণিক হাসিও।
মন অদৃশ্য চিরকাল; তবুও দু'টি মন যেন
ছেড়া পাল তুলে ছুটে যায়
পাশাপাশি কামনার অসমতল উত্তাল সাগরে।
ভীষণ সময় বিধ্বংসী ঝড় ওঠে;
অকুল সাগরের দু'টি নৌকার মত দু'ধরের
চারটি ঠোঁট ডোবে ভাসে
ভালবাসা নামক এক ধারনার নোনা জলে।
অনঢ় সময় সব ভুলিয়ে দেয়
অধরকে অধরের প্রবাল সজীব ছোঁয়ায়।
অধরে অধরে সঙ্গমের পূর্বে ছিল হাসি
আর পরে যখন জগত ফিরে আসে আপন তটে
তখন শুধু আর হাসির ঢেউ নয়
যেন বাধভাঙা বন্যার তোড় দিগি্বদিক ছোটে।
২৩/০৪/২০০৫
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।