আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল ইন্টারনেট : আলাদিনের চেরাগ (মিটার সহ)

আমার মুখোশ . . . সবার মুখোশ

কদিন আগে প্রথম মোবাইলটা কম্পিউটারে লাগিয়ে নেটে ঢুকলাম। মাশাআল্লাহ স্পিড। আমি তো অবাক.. কয়কি.. তাইলে তো বেবাক মানুষ ডাটাকেবল কিনা এইটাই ব্রাউজ করবো। ডায়ালআপ এমনকি ব্রড ব্যান্ডের দিন তাইলে শেষ?? সুখী মনে ডিসকানেক্ট করলাম। ভাবলাম দেখি একটু এ্যাকাউন্ট টা কত টাকা গেলো।

নাউজুবিল্লাহ। কার্ডের অর্ধেক টাকা নাই! 20 মিনিটে!!! আমিতো লাল রং দেখতেছি চোখের সামনে। খারান .....এখনই কোম্পানির সাইটে ঢুকি.. দেখি শালারা কত করে কাটে। কিন্তু ধুর.. আবার মোবাইল লাগাইতে তো ভয় করে। রাগের চোটে সাইবার ক্যাফেতে গিয়া দেখি 2 পয়সা করে কাটে প্রতি কিলো বাইটে।

শালারা কি সুন্দর সিস্টেম বাইর করসে। নেটে কানেক্ট করে থাকলে সারাক্ষণই কিছ ডাটা ট্রানসপার হয়.. কিছু না করলেও ..ওইটারও বিল কাটবো? সিটিসেলের প্রথম দিককার তুঘলকি বিল? সেট অন করলেই এয়ারটাইম চার্জ। পরে জানলাম একটেল পোস্ট পেইড মাসে নেয় 750 আর গ্রামীন নেয় 1000 । আনলিমিটেড এর জন্য। এই প্রাইসিং তাও চলে।

কিন্তু.. রাগ তো কমতাছে না। আমাগো মত লাখ লাখ থুক্কু... কোটি প্রিপেইড গ্রাহকের গলায় তাইলে পাড়া দেয়া কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.