ইসু্যভিত্তিক আন্দোলন
রাজশাহী মহানগরীর পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্ত পদ্মা নদী। অনেকেই আবার এই নদীকে বলে থাকেন সর্বগ্রাসী পদ্মা। এই নদীর চর এলাকায় বাস করেন অনেকে। তাদেরই একজন জসিমন।
রাজশাহীর পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের একটি চর এলাকা চরমাঝারদিয়াড়।
দু'ছেলে এক মেয়ের জননী জসিমন এখন থাকেন নাতীর সংসারে। ছেলে-মেয়ে সবাই মারা গেছে। তাদের নামও মনে নেই শতবর্ষ পেরিয়ে আসা জসিমনের। নাতীর আয় দিয়ে সংসার চলেনা। তাই এই বয়সে তাকে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।
বাড়ীর সামনে বসে থাকেন সাহায্যের আশায়। চরের 3 জন তার চেয়ে কম বয়স্ক এবং অবস্থা সম্পন্ন। কিন্তু তারা বয়স্ক ভাতা পান। জসিমন বয়স্ক ভাতা পান না। কেন পান না তিনি জানেন না।
তাই জসিমনের প্রশ্ন আর কত বয়স হলে তিনি বয়স্কভাতা পাবেন?
স্থানীয় চেয়ারম্যান ও সদস্যরা কী দেখতে পান না জসিমনকে? নাকি তাদের আর কোন উদ্দেশ্য আছে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।