আমাদের কথা খুঁজে নিন

   

মুহাম্মদকে (সা.) অবমাননায় ড্যানিশ প্রধানমন্ত্রীর ক্ষোভ

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

ডেনমার্কের রাষ্ট্রায়ত্ত একটি টিভি চ্যানেলে মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার ঘটনায় খোদ ড্যানিশ প্রধানমন্ত্রী এন্ডার্স ফগ রাসমুসেন ক্ষোভ প্রকাশ করেছেন।পিপলস পার্টির এ তৎপরতার নিন্দা জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী এন্ডার্স ফগ রাসমুসেন বলেছেন, তাদের এ আচরণ ইসলাম ও মুসলিম সম্পর্কে ড্যানিশদের আচরণের প্রতিনিধিত্ব করে না। ডেনমার্কের প্রধানমন্ত্রী আরো বলেন, যুব গোষ্ঠীর একটি ছোট অংশের এ আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের এ কূরুচিপূর্ণ আচরণ কোনোভাবেই ডেনমার্কের জনগণ ও যুব সমাজ মুসলমানদের অথবা ইসলাম সম্পর্কিত এ ধারণাকে প্রতিনিধিত্ব করে না। ডেনমার্কের বিভিন্ন রাজনৈতিক দল ও এবং লিবারেল পার্টি সম্মিলিতভাবে এ আচরণের নিন্দা জানাচ্ছে বলে সনত্দোষ প্রকাশ করেছেন ড্যানিশ প্রধানমন্ত্রী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।