আমাদের কথা খুঁজে নিন

   

মেসার্স দার্শনিকের নিজস্ব কোম্পানী



দেশের বারটা বেজে গেছে, অশিক্ষিত লোকে দেশে ভরে গেছে। চারদিকে সবাই বুক চাপড়াচ্ছে, হায় শিক্ষিত হায় শিক্ষিত। বুশ এগিয়ে এলেন, তিনি সব সময় এগিয়েই আসেন, এরপর কাজ করে ছেড়ে দেন। বুশ আমেরিকা থেকে এই দেশে তার পছন্দের মানুষটাকে এই দেশে পাঠালেন। মেসার্স দার্শনিক নামের নতুন এই দার্শনিক এই দেশে আসলেন।

লরা বুশের আনন্দ দেখে কে। এই দার্শনিক খুব পন্ডিত ব্যক্তি। প্রথমেইর অভিধান, সংবিধান বদলে ফেললেন। যেমন, অভিধানে চেলাকে বানালেন চ্যেলা। সংবিধানে নতুন করে আইন জুড়ে দিলেন, কে কিভাবে লেখবে, কথা বলবে, হাটবে, পর্দন করবে।

দার্শনিকের অনেক বড় ধন। লুকিয়ে রাখলেও দার্শনিকের ধনটা চোখে পড়ে। দুষ্ট ছেলেরা বলে তোর নুনু দেখা যায় রে, তোর আই ডি দেখা যায় রে। দার্শনিক খুলে এটাও প্রমান করে দিলেন তার বলসও অনেক, এগারটা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।