যা বুঝি, যা দেখি, যা শুনি এবং যা বলতে চাই
চারুশিল্পীদের দক্ষতার মধ্যে মূর্তি বানানোটাই সবচে বেশি শ্রদ্ধা টানে সম্ভবত:। ভাষ্কর্য দেখলে আমিও মোহে পড়ি এবং ভাষ্কর দেখলে বিস্ময়ে খুঁটিয়ে দেখি, মানুষ তো? - ঈশ্বর বা শয়তানের বংশধর না তো? তবে কাজের জিনিসগুলোকে শিল্প করে তোলার বিষয়টি আমার কাছে প্রাধান্য পায় সবসময়। এসবের মধ্যে চেয়ার-টেবিল, হাড়ি-পাতিল তো আছেই, সবচে উপরে আছে স্থাপত্য। সুন্দর স্থাপত্য ভালবাসেন না এমন মানুষ কমই দেখেছি। নগর, আর নগরের ঐতিহাসিক স্থাপত্য দেখতেই অনেক মানুষ ভিনদেশে ভ্রমণ করে।
নতুন সব স্থাপত্য নিয়ে প্রতিবছর ব্রিটেনে প্রতিযোগিতা হয়। ব্রিটিশ আর্কিটেক্টসদের ইনস্টিটিউশন রিবা বাছাই করা স্থাপত্যগুলোকে 20 হাজার পাউন্ড মূল্যমানের স্টারলিং প্রাইজ দেয়। আমেরিকার ফিল্ম একাডেমি এ্যাওয়ার্ডের সাথে তুলনা করে একে বলা হয় স্থাপত্যের ব্রিটিশ অস্কার পুরষ্কার। বিচারকদের পাশাপাশি জনগণের আলাদা ভোটেও নির্বাচিত হয় লোকপ্রিয় স্থাপত্য। সেখানে ভোট দিতে পারেন সাধারণ আগ্রহী জনগণ (যাচাই করে দেখুন আপনার স্থাপত্য ধারণা কতটা সমসাময়িক)।
6টি ভবনের একটি শর্টলিস্ট করে রেখেছে রিবা। এর মধ্যে বাড়ি থেকে শুরু করে বিমানবন্দরও রয়েছে। পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের লাইব্রেরিমত প্রতিষ্ঠান আইডিয়া স্টোরও আছে সে তালিকায়। মোটেও হাসপাতালের মত নয় এমন একটি শিশু হাসপাতাল আছে। আছে ওয়েলসের সংসদ ভবন।
ভবনগুলির ছবিতো দেয়া আছেই, সাথে আছে ভিডিও। ভিডিওগুলো ক্লিক করতে ভুলবেন না। স্থাপত্যকর্মে সৃজনশীলতা ও ব্যবহারিক দিকের প্রয়োগ শেষমেষ কতদূরে গিয়ে ঠেকেছে দেখতে পাবেন। আর স্থপতির শৈল্পিক সৃষ্টিশীলতা যে মুগ্ধ করবে, তার গ্যারান্টিও দিচ্ছি। বিচারক হয়ে ভোটও দিয়ে দিন।
শিল্প-বিচারে নিজের যুক্তি-বুদ্ধিতে কিছুটা শাণ দেয়া হলো।
আবারও বলছি, ভিডিওগুলোতে ক্লিক করতে ভুলবেন না।
ঠিকানা হচ্ছে: http://tinyurl.com/hnrpj
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।