আমাদের কথা খুঁজে নিন

   

আছে তবুও নেই

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

---------------------- প্রাপ্তি আছে সুপ্রাপ্তি নেই যেমন ক্লান্তি আছে ক্লান্তি বোঝার সময় আছে, কিন্তু বিশ্রাম নেই। খেলা আছে, খেলছি হরেক রকম খেলা তবুও খেলোয়াড় নই। জীবনের স্রষ্টা নই , রূপকার নই, নই জীবন নির্মাণ শৈলী, তবুও জীবন নিয়ে গবেষণা; জীবনের মূল কাঠামো অজানা। জীবনের ব্যবহারাংশের এক কর্মী হয়ে কেবল ভাঙা গড়ার খেলা। তত্ত্ব আছে, তথ্য আছে আছে অজস্র উপাত্ত তবুও গোলক ধাঁধাঁর গরমিলে বারবারই মিথ্যে আর সত্য। চাওয়া যায়, চাওয়ার সদৃশ পথে পা বাড়ালে পাওয়াও যায় । তবু চিন্তা মসলিন সূতোয় গাঁথা কোন পদার্থ; মিহি , প্রাচুর্যতা তাতে অগনিত। জীবন আছে , জীবনের অনেক গল্প আছে; সু গল্প নেই। যেমন নদী আছে , নদীতে পানি আছে, পানির গভীরতাও আছে, কিন্তু কোন সজীব প্রাণী নেই। 16/7/2005

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।