আমাদের কথা খুঁজে নিন

   

সদরুল ভাই, করজোড়ে মাফ চাই-রাগ ইমন

পরিবর্তনের জন্য লেখালেখি

সদরুল নিক তার ব্লগের বিবেক এক সাথে খেয়ে থাকে খিচুড়ি ও কেক দাঁত তোলা ছবি তার পেতে চায় কাছে আমাকেই ধরে বলে , আপু ছবি আছে? ব্লগ যদি ঢাকা হয়, ধরে নেন 'খোকা' আমাদের সদরুল। বাকীরা তো বোকা! কি করা উচিৎ আর কি বা অনুচিৎ জ্ঞান দানে সদরুল দেবেই বিহিত! সনেটে দেবেন ছবি? উহুঁ , বোকা মেয়ে! ছবি দিতে লেখা বড় হবে এর চেয়ে। সদরুল , নাই ভুল, আপ মহাজ্ঞানী আপনি আছেন তাই হালে পাই পানি! এ রকম বিবেকের দেখা মেলা ভার রবি কবি, ছোট কবি, আমরা তো ছার! ব্লগে যদি লিখতো রে শেক্সপিয়ার , শ, সদরুল বলে দিতো কার ক'টা 'হ', সুকান্ত, নজরুল, বঙ্কিম, জসিম সদরুল জ্ঞানে তারা কৃতজ্ঞ অসীম! জীবন আনন্দ যদি পেত সদরুলে মেঘনাদ বধ লিখে ফেলতোই ভুলে মধু কবি, মহা কবি , কেন সেটা জানো? সদরুল শিক্ষক ছিলো তার, মানো? আমি ভাই ছড়া লিখি, নই কোন কবি! বার হাত ছড়া, দেই তের হাত ছবি! বোকা , সোকা, নির্বোধ, তার ওপর মেয়ে কত আর ঘিলু! কাজ নাই খেয়ে দেয়ে। ব্লগ ভরে ছেড়ে দেই ছাগলের নাদি বুক ভরে হাসি আর নাক ভরে কাঁদি! তাই যদি হয় মোর না বালেগ পাপ সদরুল, করজোড়ে , চেয়ে নেই মাফ! আমি ছোট, তুমি বড়, মারো যত চাহো তাতে যদি সুখ পাও, ব্রাভো! লাগে র্যহো!!! [ একদম বুঝতে পারছি না, এটা কি ছবি দেওয়ার মত লম্বা?] বিঃ দ্্রঃ মন্তব্য নিষপ্রয়োজন। দিতেই যদি হয়, রমযানের এবং সদরুল ভাই এর শেখানো পবিত্রতা রক্ষা করবেন, নাইলে ডিলিট!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।