বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
10 মাসের ব্যবধানে 5 সনতান প্রসব!
শুনতে অস্ট্বাভাবিক ঠেকলেও সত্য_ 10 মাসের ব্যবধানে পাঁচবার বাবা-মা হয়েছে এক ব্রিটিশ দমঙ্তি। আর এই পাঁচটি শিশু সনস্নান জন্ম দিতে মা র্যাচেল রিডফোর্ড গর্ভধারণ করেছেন দুইবার। স্ট্বাভাবিক জৈবিক প্রত্রিক্রয়াতেই তিনি এই পাঁচটি সনস্নান ধারণ ও প্রসব করেছেন।
প্রথমবার এলিয়ট ও ইভি নামের দুটি যমজ কন্যা সনস্নান প্রসবের মাসখানেকের মধ্যেই র্যাচেল পুনরায় গর্ভবতী হন।
ঘটনাটি তিনি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। ঘটনাটি তাকে হকচকিয়ে দেয়। তদুপরি তার ধারণা হয়েছিল দ্বিতীয়বারের তিনি একটি সনস্নানেরই মা হবেন। কিন্তু প্রসবকালে দেখা গেল একটি নয়, এবার তিনটি পুত্র সনস্নানের জননী হয়েছেন তিনি।
ব্রিটেনের মিরর পত্রিকাকে র্যাচেল জানান, 'বাচ্চারা একে একে জঠর ছেড়ে বেরিয়ে আসতে থাকল।
আমি বিশ্বাস করতে পারছিলাম না_ কী ঘটছে এসব! সে রাতটি ছিল আমার জীবনের সবচেয়ে বাজে রাত, একই সঙ্গে সবচেয়ে ভালো রাতও বটে। '
দ্বিতীয়বারে একসঙ্গে হওয়া তিন পুত্র সনস্নানের মধ্যে প্রথমটির নাম হ্যারি, পরের দুটির নাম যথাত্রক্রমে অ্যালফি ও বিল্কি্ন। র্যাচেল জানান, বিষয়টি অবিশ্বাস্য। ক্যাথরিন জেনিংস নামে এক গৃহিণী জানান, এ ঘটনায় র্যাচেল ও রিক দমঙ্তি হতভল্ফ্ব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।