কবি ও কবিতার যাবতীয় স্থলন/ ভুলে তুমি ছুঁয়ে দিলে দ্বিগুণ ফলন/ উঠতেই পারে ঘরে ইচ্ছায় পালন/ নামগোত্রহীন হবে ফকির লালন।
পারদর্শিতা ব্যাজ ০৬ (ছয়) টি। যথা-
০১. রোভার কুশলী ব্যাজ
০২. শিকতা ব্যাজ
০৩. স্কাউট ইনস্ট্রাক্টর ব্যাজ
০৪. পরিভ্রমণকারী ব্যাজ
০৫. স্বনির্ভর ব্যাজ
০৬. স্কাউট কর্মী ব্যাজ
রোভার কুশলী ব্যাজ
০১. সদস্য স্তরে অর্জন করতে হবে।
০২. স্ব স্ব ইউনিটে বাস্তবায়ন করতে হবে।
০৩. আগে শুরু করতে পারলেও মেট কোর্সে অংশগ্রহণের পর এ ব্যাজের কার্যক্রম শুরু করাকে উৎসাহিত করা হয়।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদনের প্রয়োজন নেই।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ২৮ ও ২৯।
শিকতা ব্যাজ
০১. ব্যাজটি সদস্য স্তরে অথবা সেবা স্তরে অর্জন করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল ০৩ (তিন) মাস।
০৩. কমপে একজন নিররকে অর জ্ঞান দান এবং নিজের পরিবারের সদস্য ব্যাতিত একজন ছাত্র/ছাত্রীকে শ্রেণী শিাদানে সহায়তা করা অথবা কমপে পাঁচজন ছিন্নমুলকে প্রাথমিক শিাদান (নাম, ঠিকানা, স্বার করা, পড়তে পারা ও নূন্যতম লিখতে পারা) অথবা ছিন্নমুল স্কুল/বয়স্ক স্কুল/নাইট স্কুল/কমিনিটি স্কুলে তিন মাস সফলতার সাথে শিকতা করা।
০৪. একক বা ০৩-০৬ জন মিলে গ্র“প ভিত্তিক কার্যক্রম পরিচালনা করা যাবে।
০৫. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৬. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৭. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ২৯ ও ৩০।
স্কাউট ইনস্ট্রাক্টর ব্যাজ
০১. ব্যাজটি প্রশিণ স্তরে অর্জন করতে হবে।
০২. এ ব্যাজ অর্জনের পূর্বে কাব/স্কাউট লিডার বেসিক কোর্সে অংশ গ্রহণ করতে হবে।
০৩. স্ব স্ব ইউনিটের রোভার স্কাউট লিডারের অনুমোদনক্রমে যে শাখায় বেসিক কোর্স সম্পন্ন করা হয়েছে সেই শাখার কোন ইউনিটে অন্ততঃপে ০৪ মাস ইনস্ট্রাক্টর হিসেবে নিম্ন লিখিত কাজ করতে হবে।
ক. বাংলাদেশ স্কাউটস কর্তৃক প্রকাশিত কাব স্কাউট ও স্কাউট সম্পর্কিত বইয়ের উপর পরিপূর্ণ জ্ঞানার্জন।
খ. ইউনিটের জন্য ৩ মাসের একটি প্রশিণ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাহায্য করা।
গ. কাব স্কাউটদের তারা ব্যাজ অথবা স্কাউটদেও স্ট্যান্ডার্ড ব্যাজ বিষয়ে দতার সাথে প্রশিণ দান।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদনের প্রয়োজন নেই।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৪২।
পরিভ্রমণকারী ব্যাজ
০১. ব্যাজটি সেবা স্তরে অর্জন করতে হবে।
০২. পাঁচ দিনে-
ক. পাঁয়ে হেঁটে- ১৫০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
খ. সাইকেলে- ৫০০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
গ. নৌকায়- ২৫০ কিলোমিটার অতিক্রম করতে হবে।
ঘ. মেয়েরা দু’টি আলাদা রুটে দুই পর্বে ভাগ করেও করতে পারবে।
ঙ. মেয়েরা অ্যাডভেঞ্চার ক্যাম্প এ অংশগ্রহণ করে এই ব্যাজ অর্জন করতে পারবে।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৪৬ ও ৪৭।
স্বনির্ভর ব্যাজ
০১. ব্যাজ অর্জনের কার্যক্রম সদস্য স্তরে শুরু করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল কমপে এক বছর।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে* স্বনির্ভর ব্যাজ অর্জন করা যাবে-
ক. কম্পিউটার
খ. পোলট্রি ও মৎস্য চাষ ( হাঁস পালন, মুরগী পালন এবং মৎস্য চাষ)
গ. ডেইরী ফার্ম
ঘ. সেলাই কাজ (দর্জির কাজ, এমব্রয়ডারী, হাতের সেলাই, রং ও ছাপার কাজ)
ঙ. বিউটিশিয়ান
চ. শিল্পকলা (সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, নৃত্য)
ছ. চিত্র ও কারু শিল্প
জ. পর্যটর কর্মী
ঝ. ইন্টেরিয়র ডেকোরেশন
ঞ. সেক্রেটারিয়াল সায়েন্স
ট. স্যাটেলাইট ও টেলিকমিউনিকেশন
ঠ. আলোকচিত্র শিল্পি
ড. সাংবাদিকতা
০৬. বিস্তারিত সিলেবাস- রোভার স্কাউট প্রোগ্রাম বই, পৃষ্ঠা- ৩২ ও ৫৪।
* উল্লেখিত বিষয়গুলো ছাড়াও রোভাররা বাস্তব জীবনে কাজে লাগে এমন নতুন বিষয় নির্বাচন করতে পারবে। তবে রোভার প্রোগ্রামের সামঞ্জস্যতার আলোকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ঐ নতুন বিষয়টির সিলেবাস তৈরী করে তা জেলা রোভার স্কাউট কমিশনারের মাধ্যমে জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
স্কাউট কর্মী ব্যাজ
০১. ব্যাজ অর্জনের কার্যক্রম সদস্য স্তরে শুরু করতে হবে।
০২. ব্যাজ অর্জনের সময়কাল কমপে এক বছর।
০৩. পৃথক লগ বই তৈরী করতে হবে।
০৪. ব্যাজ অর্জনের কার্যক্রম শুরু করতে জেলা রোভারের অনুমোদন লাগবে।
০৫. নিম্নোক্ত যে কোন একটি বিষয়ে* স্কাউট কর্মী ব্যাজ অর্জন করা যাবে-
ক. প্রাথমিক প্রতিবিধান
খ. পাইওনিয়ারিং
গ. সিগনালিং
ঘ. উদ্ধার কর্মী
ঙ. হেলথ মোটিভেটর
* উল্লেখিত বিষয়গুলো ছাড়াও রোভাররা বাস্তব জীবনে কাজে লাগে এমন নতুন বিষয় নির্বাচন করতে পারবে। তবে রোভার প্রোগ্রামের সামঞ্জস্যতার আলোকে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সহযোগিতায় ঐ নতুন বিষয়টির সিলেবাস তৈরী করে তা জেলা রোভার স্কাউট কমিশনারের মাধ্যমে জাতীয় সদর দপ্তরের প্রোগ্রাম বিভাগ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।