আমাদের কথা খুঁজে নিন

   

বিশেষ পারদর্শিতা ক্রেস্ট লাভ করলো কোয়ান্টাম কসমো স্কুল

চট্টগ্রাম বিশেষ সম্মান অর্জন করলো কোয়ান্টাম কসমো স্কুল চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এবারের বিজয় দিবসে । চট্টগ্রামে আয়োজিত বিজয় দিবসের প্যারেড ও ডিসপ্লে-তে কোয়ান্টাম কসমো স্কুলের এটা ৩য়বারের মতো অংশগ্রহণ। গত ২ বছরের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এবার কোয়ান্টারা সুযোগ পায় পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও নৌ বাহিনীর সাথে প্যারেড করার। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতার বাইরে বিশেষ সম্মানের এই অবস্থান পেল কোয়ান্টাম কসমো স্কুল। চট্টগ্রামে এবার ৯৬ জন কোয়ান্টা অংশগ্রহণ করে ৩টি দলে।

প্যারেডে ছোট দল, বড় দল ও ব্যান্ড দল। প্রধান অতিথি বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান প্যারেডের সালাম গ্রহণ করেন। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ গানের সাথে দৃষ্টিনন্দন ডিসপ্লে করে স্টেডিয়ামের সমগ্র দর্শকদের তাক লাগিয়ে দেয় কোয়ান্টারা। মনোমুগ্ধকর প্যারেড ও ডিসপ্লে করে প্রথম, দ্বিতীয় বা তৃতীয় নয় বরং এসবের উর্ধ্বে বিশেষ সম্মানের পুরস্কার লাভ করে কোয়ান্টাম কসমো স্কুল। বিশেষ সম্মানের পুরস্কার হিসেবে স্কুলের নামে বিশেষ ক্রেস্ট দেয়া হয় একমাত্র কোয়ান্টাম কসমো স্কুলকেই।

উল্লেখ্য গত বছর সবগুলো ইভেন্টের সবগুলো পুরস্কার লাভ করে কোয়ান্টারাই। তাই এবার অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা এবং কোয়ান্টাম কসমো স্কুলকে বিশেষ সম্মানে সম্মানিত করার জন্যে এ এক অনন্য পুরস্কার, এক অনন্য সম্মান। বান্দরবান প্যারেড ও ডিসপ্লে- ২টি ইভেন্টে মোট ৩টি প্রথম পুরস্কার অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল। বান্দরবান জেলা স্টেডিয়ামে ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে কোয়ান্টাম কসমো স্কুলের কোয়ান্টারা। ছোট দল ও বড় দলে ভাগ হয়ে ২টি দলে প্যারেড করে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণীর ৯৫ জন কোয়ান্টা।

এবং ২টি দলই দুই গ্রুপে প্রথম স্থানে নিজেদের অবস্থান করে নেয়। প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব কৈশ্যহ্লা মারমা প্যারেডে সালাম গ্রহণ করেন। ‘তীর হারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের সাথে তাল মিলিয়ে মনোমুগ্ধকর প্রদর্শনী উপহার দিয়ে ডিসপ্লেতেও প্রথম হয় কোয়ান্টারা। লামা উপজেলা পর্যায়েও প্যারেড ও ডিসপ্লে ২টি ইভেন্টেই কোয়ান্টাম কসমো স্কুল অর্জন করেছে প্রথম পুরস্কার। লামা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় প্যারেড ও ডিসপ্লে অনুষ্ঠান।

প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা চেয়ারম্যান জনাব মো. ইসমাইল। বিদ্রোহী কবির ‘চল চল চল’ রণ সঙ্গীতের সাথে মাঠ কাঁপানো ডিসপ্লে করে ক্ষুদে কোয়ান্টারা জয় করে নেয় প্রথম স্থান। প্যারেডে মোট ১৪টি এবং ডিসপ্লেতে ৫টি স্কুল প্রতিযোগিতা করে। কোয়ান্টাম কসমো স্কুলের দলে ছিলো সূচনা শিশু ও প্রথম শ্রেণীর মোট ৭০ জন কোয়ান্টা। কোয়ান্টাম কসমো স্কুলের এ সাফল্য কোয়ান্টাদের পক্ষ থেকে আমাদের সবার জন্যে বিজয়ের এক অনন্য উপহার।

কোয়ান্টাম পরিবারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের জন্যেই এটি আনন্দের। আমরাও অভিনন্দন জানাই কোয়ান্টাম কসমো স্কুলের সকল কোয়ান্টাদের, সকল শিক্ষক মন্ডলীকে। অভিনন্দন জানাই কোয়ান্টাম শিশুকাননের সকল কর্মী ও দায়িত্বশীলবৃন্দকে। আনন্দের এই শুভক্ষণে পরম করুণাময়ের কাছে আমরা অর্পন করছি গভীর কৃতজ্ঞতা। Quantum Shishukanon http://quantummethod.org.bd ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.