দু'হাতে আগলে রাখব প্রিয় বাকৃবি। প্রচারপত্র- "ডাক দিয়ে যাই, আয় না সবাই .... পুরাতনরা ব্যতি-ব্যস্ত করছেন নতুনদের জাতীয় পতাকা উত্তোলন শান্তির পায়রা উড়ুক দিকে দিকে একগুচ্ছ গ্যাস বেলুন অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন ভিসি স্যারের স্বাগত ভাষণ- বাকৃবি'তে সবাইকে সুস্বাগতম বাকৃবি'র সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রীকে ক্রেস্ট প্রদান মঞ্চে উপবিস্ট উৎসবে আগত অতিথিবৃন্দ উপস্থিত কৃষিবিদদের একাংশ বাদ যায় নি সড়ক আল্পনাও প্রশাসন ভবন রঙিন আলোক ফোয়ারা আলোর ঝর্ণাধারায় আমতলা শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তন বিজয় ৭১ (মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ) আন্তঃঅনুষদীয় করিডোর অভ্যন্তরীণ রাস্তা কৃষিবিদ প্রজন্ম ছাত্র-শিক্ষক কেন্দ্র (TSC) [না কি শিক্ষক-ছাত্র কেন্দ্র?] TSC Road মুক্তিযুদ্ধে শহীদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র-কর্মকর্তা-কর্মচারীদের নামফলক Whitehouse Road আমি ছিলাম শহীদ শামসুল হক হলে। এ হলে থাকতো আমার বউ তাপসী রাবেয়া হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল নাটকের নাটকীয়তা ছিল চমকপ্রদ চল না ঘুরে আসি বাকৃবি'তে যেখানে নবীন-প্রবীণের মেলা বসেছে ... চলছে নৃত্যপরীদের "সোহাগ চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি ..... খবরের পাতায় বাকৃবি'র সুবর্ণ জয়ন্তী ও অ্যালামনাই পুনর্মিলনী কৃষিই কৃষ্টি, কৃষিতেই সভ্যতার বিকাশ - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।