জীবন যখন ব্যস্ত যেমন দুই পরতা
এক ভূ-পর্যটক ইজিপ্টের একটি কিউরিওর দোকানে গেছেন বন্ধুর জন্য উপহার কিনতে। দোকানে ঘুরতে ঘুরতে তার চোখ পড়ল একটি করোটির দিকে। তিনি দোকানের মালিককে জিজ্ঞেস করলেন, 'এই খুলিটা কার ?' দোকানের মালিক বললেন, 'সম্রাজ্ঞী কিওপেট্রার'। খানিক বাদে ভদ্রলোক দোকানের ভিতর দিকে আরও একটি খুলি দেখতে পেলেন এবং আবার দোকানদারের কাছে খুলিটি কার জানতে চাইলেন। গম্ভীরভাবে তিনি জবাব দিলেন, 'সম্রাজ্ঞী কিওপেট্রার'। খুব অবাক হয়ে পর্যটক বললেন, আপনি যে বললেন আগের খুলিটাও...। তাকে মাঝপথে থামিয়ে মালিক বললেন, 'ওটা কিওপেট্রার ছ'বছর বয়সের খুলি, এটা ষোলোর, দোকানের আরও ভিতরে বাইশ, তিরিশ আর পয়তালি্লশেরও আছে। আপনার কোনটা চাই ?'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।