আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি
দোষ করিনি ঘুষ ধরিনি
ধরলো তবু পুলিশ
রাজনীতির ওই কুত্তাগুলায়
কেমনে তোরা ভুলিস?
চৌদ্দরা দেয় সমাবেশ আর
চারেরা দেয় দড়ি
কুত্তাগুলা থামরে এবার
তোদের পায়ে পড়ি।
এই ফাঁকেতে তোরাও দেখি
কামিয়ে নেস কিছু
জানি না এই কুত্তাগুলা
ছাড়বে কবে পিছু।
দেশজনতা আর থেকোনা
ঘরের কোণে বসে
লাঠি হাতে কুত্তাগুলার
নিতম্ব দাও ধ্বসে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।