দু:খগুলো তো দূরেই ছিল, কিছুটা স্পর্শকরতে চেয়েছিল .......
মনে আছে সেবার রোদেলা আমাদের বাড়ী এসেছিল।
তখন টানা বৃষ্টি প্রায় দুই তিন দিন
আমরা অনেক রাত জেগে জেগে
টিনের চালে বৃষ্টির শব্দ শুনেছি।
সেই শব্দ যেন অদেখা
পৃথিবীর বিশুদ্ধতার প্রতীক হিসেবে দেখা গিয়েছিল।
সেই শব্দ আর প্রকৃতির মন মাতানো গন্ধ আমাদের
মনোবল আরো বাড়িয়ে দেয়।
মনে আছে,
আমার এই হাত শক্ত করে ধরে বলেছিল,
'যদি এভাবেই জীবনটা চলে যেত......।
কোন উত্তর দিতে পারিনি।
সে দিন কিছু সময় রোদ্দুর মেঘলা আকাশ থেকে
কিছু বৃস্টি হৃদয়পটে অজস্র ধারায় ভিজিয়ে দিয়ে গেল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।