আমাদের কথা খুঁজে নিন

   

কোষ্টাল ক্লিন আপঃঃঃঃঃঃবলুন দেখি আর কত আবর্জনার নাম জানেন আপনি?

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

আজ 16ই সেপ্টেম্বর International Coastal Clean-up দিবস পালন করারদিন। মোটামুটি পরিচিত যত আবর্জনা আমাদের অসাবধানতায় কোষ্টাল এরিয়া অপরিষ্কার করছে তার একটা লিস্ট দিলাম নিচে। ................[গাঢ়]SHORELINE & RECREATIONAL ACTIVITIES[/গাঢ়] 1। কাগজের ব্যাগ 2। প্লাস্টিকের ব্যাগ 3।

বোতল 4। ক্যান 5। বোতলের মুখ , কর্ক। 6। কাপড় 7।

জুতো 8। কাপ,প্লেট, ফোর্কস, ছুরি, চামচ 9। প্যাকেজিং ম্যাটেরিয়াল অফ ফুডস 10। সিক্স প্যাক হোলডার , পুল ট্যাবস। 11।

স্ট্রস (নল) 12। খেলনা সামগ্রী ....................[গাঢ়]OCEAN /WATERWAY ACTIVITIES[/গাঢ়] 1 । বেইট(বড়শি) বক্স 2। কাকড়া বা মাছ ধরার ছোট ছোট ফাঁদ 3। ফিশিং লাইন 4।

জাল 5। বাল্ব, টিউবস 6। তেলের/মোবিলের বোতল 7। কাঠের প্যালিট(Pallete) 8। প্লাস্টিকের শিট যা কার্গো বা নৌকায় কভার হিসেবে ব্যবহার হয়।

9। দড়ি ....................[গাঢ়]OCEAN /WATERWAY ACTIVITIES[/গাঢ়] 1। সিগারেট এবং সিগারেটের ফিলটার 2। সিগারেট লাইটারস 3। সিগার টিপস 4।

সিগারেটের প্যাকেট , র্যাপার। ....................[গাঢ়]DUMPING ACTIVITIES[/গাঢ়] 1। অব্যবহৃত বিভিন্ন অ্যাপলিয়েনসেস 2। ব্যাটারি 3। ইট , পাথর ইত্যাদি বেশ অনেক কনস্ট্রাকশন মেটেরিয়াল।

4। বড় গ্যালন 5। টায়ার ....................[গাঢ়]MEDICAL/ PERSONAL HYGINE[/গাঢ়] 1। কনডম 2। ডায়াপার 3।

সিরিঞ্জ 4। সুই 5। টেমপোন বা তুলা এবং ব্যান্ডেজ জাতীয় বস্তু। 6। ব্লাড ব্যাগস।

....................[গাঢ়]DEBRIS ITEM OF LOCAL CONCERN[/গাঢ়] 1। ড্রাগ প্যারাফেরনালিয়া(paraphernalia) 2। বোতল ক্যাপ রিংগস 3। ফিস বাকেট 4। হার্ড হ্যাটস এছাড়াও আরও যে কত কত PECULEAR ITEMS পাওয়া যায় নানান সাগরপাড়ে ।

দি ওশান কনজারভেনিস তাদের ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডাটা কার্ড এ এরকম অনকে কিছুর নাম নিবন্ধন করেছে। সাগর পাগে সমুদ্রের গজর্নের মূর্ছণায় নোন জলের মাছে ঢেউ এর অবুক ছু য়ে দেখতে আমরা অসেকেই ছুটে ছুটে যাই। কিন্তু নির্মল সাগরকে নির্মলতা বিবর্জিত করছে আমাদের যে সব কর্মকান্ড বা ফেলে আসা যেসব আবর্জনা সেগুলো কি আমারা চিনি। একটু চেষ্ট করে বলুন দেখি আর কত আবর্জনার নাম জানেন আপনি যা নষ্ট করছে আমাদের নির্মল সাগরের প্রকৃতি আমাদের ই অসাবধানতায়। ? তথ্য সূত্রঃ Pocket guides to Marine Debris, The Ocean Conservancy [link|www.oceanconservancy.org|I


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।