আমাদের কথা খুঁজে নিন

   

100 কিমি হাঁটার ঘটনার মাঝে কোষ্টাল ক্লিন আপ বিষয়টি উপেক্ষিত নয়তো। ...

খুঁজি আমি পথের আশেপাশে দৃশ্য অদৃশ্য// আমি যে সেই পথিক!!!!!!

প্রচার মাধ্যমগুলোতে খুবই ফলাও করে আলোচিত হচ্ছে হন্টনের বিষয়টি। আধুনকিতার পরিপেক্ষিতে দল বেঁধে হাঁটার ব্যাপারখানা নতুন নয়। দেশে দেশে এই হাঁটার মাধ্যমে সচেতনা বৃদ্ধির ঘটনা অনেক ঘটেছে, অনেক শুনেছি, দেখেছি। তবে টম হ্যাঙ্কসের সেই 'ফরেষ্ট গাম' ছবিটির মতো প্রাণবন্ত এবং নিস্বার্থ হন্টনের রূপ বাস্তবে দেখি নাই। ঐ ছবি দেখে আমিও স্বপ্নে বিভোর হয়েছিলাম একদিন হয়তো মনের সাধ মিটিয়ে হাঁটা শুরু করব।

পারিনি আজও , হয়তো পারবোওনা , আমিতো আর অবাস্তব চরিত্র নই। তবে পথিক হবার মানষে পা আমাকে প্রায়ই এখানে সেখানে হাঁটিয়ে নিয়ে যায়। সে তো ক্ষুদ্র ব্যক্তিগত হন্টন। এবার আমাদের দেশে হতে যাচ্ছে আলোড়িত , জাতির সচেতনতা বৃদ্ধির জন্যে হন্টন। সবাই নিশ্চয় জেনেছেন ইতোমধ্যে আগামী 22শে মার্চ হতে তিনব্যাপি এক হন্টন যাত্রা শুরু হতে যাচ্ছে ।

টেকনাফ সমুদ্র উপকূল হতে বীচ এর বালু ধেয়ে ধেয়ে হাঁটা শুরু করবে বিশাল এক দল। ইতোমধ্যে 500 জন সিলেক্টও করা হয়েছে শুনলাম। টেকনাফ হতে 100 কিমি হেঁটে তারা 25শে মার্চ পেঁৗছাবে কঙ্বাজার সি বীচ। সেখানে যোগ দেবে খ্যাতিমানরা অনেকে তাদের সাথে। অনেক অনেক মৌজ মাস্তি হবে, মৌতাত ও হবে বেশ হয়তো।

ভঙ্গ জাতির ভঙ্গ তরুন আর যুব সমাজ বে নাকি স্বাস্থ্য সচেনতনা জাগাবে এই হন্টন। এমনই শুনলাম কাল ঐ হন্টন বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানে । আরও জানলাম এই হন্টন বিশ্ব দরবারে আমাদের প্রাকৃতিক বর দান দীর্ঘ তম বীচ সম্পর্কে জানবে। আমাদের বীচ হবে উননত পর্যটন এরেনা। তাইতো এত বড় সম্পদ , আমরা কাজেই লাগাতে পারছিনা।

গড দেশেগুলোর থেকে যদি এতে করে কোন জোড়ালো নির্দেশ আসে আর আমাদের জলপাই দন্ড হাতে ধরা সুবোধ সরকার অনেক অনেক উন্নয়নের পায়তারার সাথে যদি কঙ্বাজেরও আধুনিকতার প্রবেশ ঘটিয়ে বিশ্বমানের পর্যটন কেনন্দ্র গড়ে তোলার কোন জলাপাই তান্ত্রিক ব্যবস্থা নিয়েই ফেলে , তাহলে আমরা কিন্তু সত্যি ই অনেক লাভবান হবো। ... হন্টককে সাধুবাদ দেবে কিনা এখনও বুঝতে পারছিনা। স্বভাবগতভাবেই আমি একটি গ্লাসের অর্ধেক পানি ভর্তি থাকলে ও তাকে অর্ধেক খালি বলাটাই আগে প্রাধান্য দেই। নেগেটিভ ধারনাই প্রথমে মাথায় আসে। এটা আমার ব্যক্তিগত সমস্যা।

তবুও হন্টনের সাফল্য ( যদি সাফল্য সুনির্দিষ্ট থাকে, কারন যে পরিমাণ অর্থ ব্যয় হবে সেটা গরীবের ঘোড়া রোগ কিনা বুঝতে চেষ্টা করছি) কামনা করি। তবে .... আয়োজকদের প্রতি এবং হন্টকদের প্রতি আমার বিনীত নিবেদন থাকবে অন্তত এই ব্লগের মাধ্যমেই যাতে তারা কোষ্টাল ক্লিনআপ এর বিষয়টা খেয়াল রাখে সর্বদা। না হলে আমাদের প্রকৃতির এই অমূল্য দান কাঁদবে অনেক। 500 মানুষ নিশ্চিত যে প্রতি দুই তিন কিলোমিটার পরে অন্তত সবাই একটি করেই কোল্ড ড্রিংকসের ক্যান উন্মোচন করবে , 500 ক্যান এর তিনভাগও যদি তারা সংরক্ষণ না করে জাতি গত স্বভাবের দরুণ বীচে ফেলে আর জোয়ারে তা ভেসে যায় সাগরে, প্রকৃতির মাঝে কিছু ব্যতয় ঘটবেই। সাথে প্রত্যেকে আর ও অনেক অনেক স্ন্যাকস ভক্ষণ করবে নিশ্চিত।

থাকবে সেগুলোর উপজাত বা অবশিষ্টাংশ। 500 চুইংগাম এর কাগজের মোড়ক খুলবে 5/10 কিমি পর পর হলেও। আরও কত কত বর্জ্য থাকবে সেখানে সহজেই অনুমানযোগ্য। .... কতৃপক্ষ কি এই ব্যাপারটি খেয়াল করেছে? ....করলে তো খুবই প্রশংসনীয়। কিন্তু যদি না করে থাকে, তবে... --------------- ছবির জন্য কৃতজ্ঞঃ [লিংক=যঃঃঢ়://ঢ়যড়ঃড়পড়সঢ়ষর.বপযড়.হবঃ.ধঁ/বপযড়বীঃৎধ/সধৎপয06বীঃৎধ/ংড়ঁৎপব/রসধমব/ধিষশধঃযড়হ.লঢ়ম]লিংক[/লিংক]


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.