আমাদের কথা খুঁজে নিন

   

ক্যাটের পাশে সালমান

কিছুদিন আগে প্রেমিক রণবীরের সঙ্গে ছুটি কাটানোর সময় সৈকতে ক্যাটরিনার বিকিনি পরিহিত ছবি প্রকাশিত হয় প্রায় প্রতিটি মিডিয়ায়। আর এ নিয়ে মাতামাতি হয় প্রচুর। এতদিন এ বিষয়ে মুখ খোলেননি সালমান।   তবে সম্প্রতি জুমের একটি অনুষ্ঠানে রণবীর-ক্যাটের ইবিজার ছবিটির বিষয়ে কথা বলেছেন তিনি।
সালমান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “যদি আপনার বোন, মা বা ছেলেবন্ধুর কোনো ছবি এভাবে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় তখন আপনার কেমন লাগবে! যদি নিজের ব্যক্তিগত এবং পারিবারিক ছবির এভাবে ছড়িয়ে পড়ার বিষয়টি আপনি ভালোভাবে নিতে না পারেন তার মানে ক্যাটরিনারও বিষয়টি ভালো লাগেনি।

এ ধরনের বিষয় সিনেমায় মানায়। তবে কারও ব্যক্তিগত জীবন নিয়ে মাতামাতি করা ঠিক না। কারও ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই মিডিয়ার। ”
সালমান আরও বলেন, “পার্টি এবং অন্যান্য বিষয়ের ছবি প্রকাশের ক্ষেত্রে কোনো আপত্তি নেই। তবে ব্যক্তিগত ছবি এভাবে মিডিয়ায় ছড়িয়ে দেওয়া অত্যন্ত হেয় একটি কাজ।


সম্প্রতি সালমানের বাড়িতে গণেশ চতুর্থী পূজায় মূর্তি বিসর্জনে উপস্থিত ছিলেন ক্যাট। যদিও রণবীর-ক্যাটের বর্তমান প্রেমের গুজব নিয়ে সালমান কিছুই বলেননি তবে ব্যক্তিগত জীবনে মিডিয়ার নাক গলানোর তীব্র নিন্দা করেছেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।