তাকে দেখলে প্রথম দেখায় অনেকেই ক্যাটরিনা কাইফ বলে ভুল করে বসেন। অদ্ভুত মিল দু'জনার চেহারায়। পরিচালক-প্রযোজকরাও প্রথম দিকে এই সুবিধাকে ব্যাগে ভরে তাকে নিয়ে মাঠে নামেন। নাম জেরিন খান। ২০১০ সালে সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা নিয়ে বলিউডে আত্মপ্রকাশ ঘটে জেরিন খানের।
এরপর কেটে গেছে চারটি বছর। কিন্তু ক্যারিয়ারে শক্ত ভিতটি গড়ে ওঠেনি এখনো। আর এজন্য ক্যাটরিনার সঙ্গে তুলনাকেই দুষেছেন হালের এ নায়িকা। জেরিনের দৃষ্টিতে এই তুলনাই তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে।
ইদানিং আবার ক্যাটরিনাকে ছেড়ে এখন ইলি আভ্রামের সঙ্গে তুলনা করা হচ্ছে জেরিনকে।
এবারও ক্ষুব্ধ জেরিন খান। আর তাই তো তিনি বললেন, ‘বার বার আমি কেন? ইলিকে ক্যাটরিনার সঙ্গে তুলনা করা উচিত নয় কি?’
সম্প্রতি জিনিউজকে ক্ষুব্ধ জেরিন বলেন, ‘আমার ছবি মুক্তির আগে থেকে সবাই বলতে শুরু করে বীর'র নায়িকা দেখতে ক্যাটরিনার মতো। আর দর্শককে যা খাওয়ানো হয়, তা নিয়েই মেতে থাকে সবাই। নিজেকে প্রমাণের সুযোগই দেয়নি কেউ আমাকে। ক্যাটরিনার সঙ্গে তুলনাই আমার ক্যারিয়ার নষ্ট করেছে।
ক্যাটরিনা খুব সুন্দরী। যদি আমি এই পেশায় না থাকতাম তাহলে হয়তো এই তুলনায় আমি খুব খুশি হতাম। আমার ছবি মুক্তির আগে থেকেই আমাকে সবাই ওজন নিয়ে, অভিনয় দক্ষতা নিয়ে যাচাই করতে শুরু করেছে! কিন্তু কেউ জানতো না ছবির প্রয়োজনে আমাকে ওজন বাড়াতে হয়েছিল!’
ইলি ও ক্যাটরিনা বিদেশি হওয়ায় জেরিনকেও বিদেশি মনে করেন অনেকে। এ প্রসঙ্গে জেরিন বলেন, ‘আমাকে যখন হিন্দি বলতে শোনেন, তখন অনেকেই অবাক হয়ে যান। আমি সব সময় বলি আমি ভারতীয়।
তামিল ও পাঞ্জাবি ছবিতেও কাজ করেছি আমি। কন্নড় ছবিও করতে পারি ভবিষ্যতে। ’
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।