আমার ব্যক্তিগত ব্লগ
এই সুবিধা বাংলাদেশে কিছুটা নতুন। একদিন সিনেপ্লেক্সে গেলাম সিনেমা দেখতে। ঐদিন সাড়াদিন নাকি কারেন্ট নেই, হল বন্ধ। কি করি কি করি। তখন শুনলাম, বলাকাতেও নাকি একই ছবি দেখাচ্ছে আর ঐখানেও সারাউন্ড সাউন্ড সিসটেম আছে।
ভালো কথা প্রথম বারের মতোন গেলাম। ওমা ছবি শুরু হবার পর মনে হলো এটা সারাউন্ড সাউন্ড না লাউড সাউন্ড। খুব জোরে সাউন্ড দিলেই কি সারাউন্ড সাউন্ড হয়ে যায়। দুর দুর আমার সিনেমা দেখাটাই মাটি...
আমার জন্য সিনেপ্লেক্স ই ভালো। যেখানে প্লেন উড়লেও মনে হয় মাথা উপর দিয়ে শব্দ যাচ্ছে।
দরজা খুলে কেউ ঢুকলে মনে হয় আমার ঘাড়ের পিছনে কেউ দরজা খুলল, সেই শব্দ পেলাম। (নিজের পছন্দের কথা বলতে গিয়ে মনে হয় কারো জন্য মার্কেটিং করে ফেললাম)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।