আমাদের কথা খুঁজে নিন

   

সরদারি প্যাচাল - ছেলের কাছি মায়ের খোলা চিঠি..

মড়ঢ়ধষ.নযধৎ@রহনড়ী.পড়স

আবারো কিছু সরদারি প্যাচাল নিয়ে পোস্ট দিচ্ছি... অনেক দিন ছেলের (সান্তা সিং) খোজ খবর নেওয়া হয় না বলে, ছেলের কাছে মায়ের খোলা চিঠি... খোলা বলেই ব্লগে পোস্ট করছি। আমি আবার সবার বন্ধ চিঠি পড়ি না। বাবা সান্তা, বাড়িতে আমি ভালই আছি, আসা করি তুইও আমার মত ভাল আছিস। চিঠিটা বড় হবে, তাই আস্তে ধিরে লিখছি। তুইতো আবার তারাতারি করে কিছুই পড়তে পারিস না।

পরসমাচার এই যে, আমি আর তোর বাবা আর আগের বাসায় থাকি না। সেইদিন তোর বাবা খবরের কাগজে দেখে যে শহরের রাস্তার বেশি ভাগ দুরঘটনা আমাদের বাসা থেকে 20 মাইলের ভিতর হয়। তাই আগের বাসাটা বদলে আমরা 20 মাইল দুরে একটা নতুন বাসায় এসে উঠেছি। আপাতত বাসার ঠিকানাটা তোকে দিতে পারছি না কারণ আগে যে সরদারজি এখানে ছিল সে তার নতুন বাসায় উঠার সময় এই বাসার ঠিকানা লেখা সাইন বোর্ডটা নিয়ে গেছে। সে আবার ঠিকানাটা বদলাতে চাচ্ছে না।

বিপদেই পরলাম কি বলিস। তবে তুই চিন্তা করিস না, আগামি সপ্তাহের মধ্যে তোর বাবা, পুরানো বাসার সাইন বোর্ডটা নিয়ে আসবে। তাই তুই আগের ঠিকানায় আমাদের সাথে যোগাযোগ করতে পারবি। (ক্লোজআপহাসি) এই বাসাটা খুবই ভাল। একটা নতুন ওয়াশিং মেশিনও পেয়েছি এই বাসায়।

বাথরুমের পায়খানার ঠিক উপরে ওয়াশিং মেশিনটা লাগানো। তবে ওটা ঠিক মত কাজ করে কিনা ঠিক বুঝতে পারছিনা । গত সপ্তাহে তোর বাবার তিনটে সার্ট ধুতে দিয়ে মেশিনের চেইন ধরে টেনেছিলাম। কিছুক্ষন পরে এসে দেখি সার্ট তিনটে উধাও। (খাইয়ালামু) এখানকার আবহাওয়াটাও অত খারাপ না।

গত সপ্তাহে শুধু দুই বার বৃষ্টি হয়েছে। প্রথমবার 3 দিন ছিল, দ্্বিতিয় বার 4 দিন ছিল। এবার আসল কথায় আসি, তোর "বন্দুক ও গোলাপের" জ্যাকেটটা এবার তোর আন্টি কে দিয়ে পাঠাচ্ছি। বেশি ভাড় বলে গতবার তো নেওয়া গেল না। আমি লক্ষ করলাম যে, পিতলের বোতাম গুলোই জন্যই ভাড়টা বেশি ছিল।

এবার তাই বোতাম গুলো কেটে জ্যাকেটের পকটে দিয়ে দিচ্ছি। তুই একটু কষ্ট করে আবার সেলাই করে নিস। তোর বাবার একটা নতুন চাকরি হয়েছে। তার নিচে এখন 500 ওর বেশি লোক আছে। এখানকার কবরস্থানে ঘাস কাটে সে এখন।

সবশেষে একটা খুশির খবর দেই। আজ সকালে তোর বড় বোনের বাচ্চা হয়েছে। তুই মামা হবি না খালা আমি এখনি বলতে পারছি না, কারণ ছেলে হয়েছে না মেয়ে আমি এখনো জানি না। আজ এই পর্যন্তই, তুই ভাল থাকিস বাবা। ইতি তোর মা... ওহো, এবার ভেবেছিলাম তোকে কিছু টাকা পাঠাবো।

ভাবতে ভাবতে কখন যে খামে এই চিঠিটা ভরে আঠা লাগিয়ে দিলাম । মনখারাপ করিস না বাবা, তুই একবার বাড়ি এলে, তোকে খামে ভরে টাকাটা দিয়ে দিব। মনে করে খামটা নিয়ে আসিস।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.