বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমিই মুজিব
এটি একটি প্রেমের গল্প
দুস্টু মিস্টি প্রেমের গল্প
সাহসী মনের হটাৎ করে বোকা হবার গল্প
চতুর ছেলের প্রেমে পড়ে ধোঁকা খাওয়ার গল্প। ।
স্থাপত্যকলার মেয়ে আর
প্রকৌশলের ছেলের গল্প,
টঙ দোকানে ধোঁয়া উঠা চা সাথে
আধপোড়া সিগারেটে
তর্ক জমানো গল্প। ।
জোৎস্না রাতে দুজন মিলে আকাশছোয়া স্বপ্ন দেখার গল্প,
দূর পাহাড়ের কিনার ঘেসে ছোট্ট একটি ঘর বানাবার গল্প।
কালো ছেলের আর ফর্সা মেয়ের
পালিয়ে যাবার গল্প,
পালাতে গিয়ে ঘরের টানে মেয়েটার আবার
ফিরে আসার গল্প। ।
দুঃখের গল্প , রাগের গল্প
একলা ঘরের কোণায় বসে বালিশ বুকে মেয়েটার আজ
কেঁদে ফেলার গল্প ।
নিরবতার গল্প
ঘর ভাঙ্গার গল্প
দূরে যাবার গল্প ।
শেষ বিকেলের আলোতে
অভিমানে দিঘীর জলে
আজ ছেলেটার সারাদিন
তাকিয়ে থাকার গল্প ।
।
.......................................
উৎসর্গ করছি জনৈক গণ্ডমূর্খ ভাইকে । ভাই মেয়েটার ডিপার্টমেন্টের নাম জানতে চেয়েছিলেন ।
কবিতাটি গতকাল রাতে আমার ব্লগস্পটে প্রকাশিত । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।