আমাদের দেশে তেল-গ্যাস-কয়লা এই সম্পদগুলো নিয়ে চুক্তিগুলো সম্পাদিত হয় রহস্যজনক গোপনীয়তার সঙ্গে, সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ মহল, সংশ্লিষ্ট এলাকার জনগণের অজ্ঞাতে। কোনো নীতিমালা না থাকার কারণে এসব চুক্তিতে দেশের স্বার্থের চেয়ে মহল বিশেষের স্বার্থই প্রাধান্য পায়। চুক্তির কার্যক্রম যখন শুরূ হয়, যখন জানাজানি হয়, তখন গোদের ওপর থেকে বিষফোঁড়া সরাতে আমাদের জীবন ও সম্পদ দুটোই হারাতে হয়।
আমাদের সম্পদই যেন এখন আমাদের কাল। আমরা কি আমাদের এই সীমিত সম্পদগুলোর ব্যাপারে একটু দেশপ্রেম একটু দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি না? আমরা চাই, দেশের সম্পদ উন্নয়নে যে সরকার যে চুক্তিই কর"ক তাতে যেন দেশের সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হয়। খনিজ সম্পদ উত্তোলনের ক্ষেত্রে এমন পদ্ধতি গ্রহণ করা হয় যাতে মানুষের জীবন, জীবিকা ও পরিবেশের ক্ষতি হয় সর্বনিম্ন। এসব ব্যাপারে যেন কোনো অস্বচ্ছতা ও অসততার আশ্রয় না নেওয়া হয়। আমরা ফুলবাড়ীর রক্তপাতের পুনরাবৃত্তি চাই না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।