বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।
জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল বিশ্বে সবচেয়ে ক্ষমতাধর মহিলা। মার্কিন পররাষদ্ব্রমন্পী কন্ডোলিসা রাইসকে টপকে তিনি এ স্ট্থানে উঠে এসেছেন। জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বসের চলতি সংখ্যায় বিশ্বের 100 জন ক্ষমতাধর মহিলার তালিকা প্রকাশিত হয়েছে। ভারতের কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গাল্পব্দী 13তম এবং পেপসিকো মনোনীত প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভহৃত ইন্দ্রা নোয়ি রয়েছেন চতুর্থ স্ট্থানে।
টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্টস্নান টাইমস, ফোর্বস অনলাইন। অর্থনীতিতে অবদান ও সংবাদ মাধ্যমে শিরোনাম হওয়ার বিবেচনায় এই তালিকা করা হয়েছে। অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির প্রথম মহিলা প্রধানমন্পী। গত বছর তৎকালীন চ্যান্সেলর গারহার্ড শ্রোয়েডারকে নির্বাচনে পরাজিত করে তিনি ক্ষমতায় আসেন। ফোরবসের মতে, মুক্তবাজার অর্থনীতির দৃঢ় সমর্থক মার্কেল ইতিমধ্যে নিজ দেশসহ বিশ্বে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হয়েছেন।
তালিকায় দ্বিতীয় স্ট্থানে আছেন কন্ডোলিসা রাইস। তৃতীয় স্ট্থানে চীনের ভাইস প্রেসিডেন্ট উ ই। চতুর্থ স্ট্থানের অধিকারী ইন্দ্রা নোয়ি 1978 সালে ভারত ছেড়ে যুক্তরাষদ্ব্রে বসবাস শুরু করেন। তিনি বিভিল্পম্ন কোমঙ্ানিতে গুরুত্দ্বপহৃর্ণ দায়িত্দ্ব পালন করেছেন। মার্কিন ফার্সদ্বলেডি লরা বুশ 43 ও সিনেটর হিলারি ক্লিনটন আছেন 18তম স্ট্থানে।
মিয়ানমারের বিরোধী নেত্রী অং সান সু চির অবস্ট্থান 47তম। এতে যুক্তরাষদ্ব্রের 53 ও ব্রিটেনের 5 জন স্ট্থান পেয়েছেন। :::সমকাল:::
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।