পরিবর্তনের জন্য লেখালেখি
[ শুভ জন্মদিন মামণি, তোমার বৃষ্টি ভারি পছন্দ...আমার মতই....তোমার জন্য বৃষ্টি ছড়া, সৃষ্টি ছাড়া........ঃ)]
শ্রাবনের ঘনঘটা
ঘাটলেই বেলীফুল
মেঘে মেঘে সূর্যটা
হারালো কোথায় কুল?
কল কল আলো নদী
ছল ছল বেনো জলে
রিম ঝিম টুপটাপ
কত জানি কথা বলে
মধুফোটা ঝরঝরে
ধরলেই মখমল
গাছ গুলো নড়বড়ে
পাতা কাঁপে টলমল (ক্লোজআপহাসি)
বাবা নাকি অফিসেতে
মাও ঘরে নেই তো!
এই ফাকে বৃষ্টি টা
ধরে ফেলি , এই তো!!
রাত দিন "ধরো না",
এটা ওটা "কোরো না"(খাইয়ালামু)
জলে নাকি জলভূত
জমে থাকে ঠান্ডায়
ব্যাঙ হয়ে গলাটাতে
ঢুকে পড়ে গান গায়!!!(আম্মাআআ)
আমি তো লক্ষী মেয়ে
বিষ্টিতে মিশি না
কল ছেড়ে জল নাড়ি,
এই টুকু, বিশি না!!!
দিন হলে একঘেয়ে
বিষ্টিটা জ্বালালে
স্যাঁতসেঁতে গান গেয়ে
জানালায় আনালে
সব দোষ বিষ্টির
বলে দেই আমি ফের
ভিজলেই মনে ভিড়
রঙ ধনু খুশিদের!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।