আমাদের কথা খুঁজে নিন

   

প্রেমের নাম বদনা



দেশে থাকতে বুঝি নাই সে যে আমার কত আ পন ছিলো। এখন প্রতিদিনই তার শূন্যতা অনুভব করি। যেখানেই যাই যেদিকেই যাই সে নাই (চাপা না) ফ্লাটের অন্যান্য মেম্বারদের জিজ্ঞেস করলাম তারকথা। বললো সে তোমার দেশের ব্যাপার, এখানে নাই। ইংলিশ কালচারে অব্যস্থ হয়ে যাও।

ছি ছি ঘেন্না ঘেন্না ইংলিশ কালচার? নাহ, তার প্রয়োজন আর কেউ মেটাতে পারবেনা। দেশে ফোন করে মাকে বললাম। মা দিল বকা, এখনো ছাগলামি? যেখানে যে কালচার সেখানে সেটা মানিয়ে নিতে হয়। মায়ের কথা ফেলনা নয়। কি আর করা টিস্যু নামক একজনকে দুধের সাধ ঘোলে মেটাবার মতই ব্যবহার করতে লাগলাম।

একদিন সকালে চা বনাতে গিয়ে দুধের গ্যালনের দিকে নজর পড়লো। ভাবলাম এই খালি গ্যালনটাকে ব্যবহার করিনা কেন। যেই ভাবা সেই কাজ। এভাবে অতি বেদনা কষ্টে যখন দিন যচ্ছিলো হঠাৎ একদিন আমার এক বন্ধুর সাথে দেখা। তাকে ঘটনা খুলে বললাম।

সে এমন হাসি দিলো যেন আমার কষ্টে সে খুব খুশি। বললো চল তোর "তার" খবর আমার কাছে আাছে। অবশেষে এক বাঙ্গালী দোকানে তার দেখা মিললো। দাম মাত্র দুই পাউন্ড। সে যে আমার প্রিয় বদনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.