আমাদের কথা খুঁজে নিন

   

অশ্লীল পোষ্ট বনাম ব্লগারদের সুড়সুড়ি

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

আমার বিশ্বাস সুন্দরী মেয়ে দেখলে ভেতরে ভালবাসার জন্যই হোক আর কাম-এর জন্যই হোক উসখুসানী ওঠে না এমন ব্যক্তি কমই আছে। কারোও হয়তো কম, কারোও হয়তো বেশি - কেউ বুঝতে দেয় না আবার কেউ পিছে পিছে দৌড়ায়। কেউ যৌনতা দিয়ে কবিতা লেখে আবার কেউ এক্স রেটেড ছবি জমায়। সৃষ্টিকর্তা মেয়েদের এমন ভাবে বানিয়েছে যে যেকোন ব্যক্তি মাত্রই মেয়েদের প্রতি দূবর্ল হয়ে যেতে পারে।

একারনেই কুরআন - হাদিসে মেয়েদের পর্দার ব্যাপারটা এমন কঠোরভাবে বর্ণনা করা হয়েছে। যদিও বর্ণিত আছে যে পুরুষের দেহের অংশ থেকে নারীকে সৃষ্টি করা হয়ে তবুও সৃষ্টিগত কারন এবং সন্তান ধারনের উপযোগী করে গঠন করার কারনে নারীর দেহ অনেকটা চুম্বকের মতো কাজ করে। দুই জন নারী পুরুষকে বেশ কিছুটা সময় এক সাথে রেখে দিলে তারা এক সময় কোন না কোন সম্পর্কে এক হয়ে যাবে। দেশে আমার বস -এর সাথে নানা বিষয়ে কথা হত। যৌনতা নিয়ে তার সাথে যে কথাগুলো হয়েছিল তার কিছু উপরে দিলাম, তার মতো হয়তো সাজিয়ে বলতে পারলাম না।

যৌনতা নিয়ে নিজের অভিজ্ঞতার কয়েকটা কথা বলব। যৌনতা নিয়ে উচড়ে পাকামোতে অন্যসব ক্যাডেটের মতো আমিও ওস্তাদ ছিলাম। ছুটিতে বাড়ি যাবার সময় ট্রেনে চটি বই কিনতাম। চটি বই কি সবাই জানে, তবুর বলি কয়েক পেজের রগরগে গল্প আর ছবি সম্বলিত পিনআপ বই। সেই সময় ওইগুলোই ছিল ফ্যান্টাসী।

বেশ কিছুটা সময় পেরিয়ে গেল। ভার্সিটির প্রথম দিকে যখন ফার্স্ট কম্পিউটারে হাত দিলাম চাচাতো ভাই দেখালো তার এক্সরেটেড ছবির ভান্ডার, হাজার হাজর ছবি। গোনে শেষ করা যাবে না। তার সাথে অনেক পাল্ল্লা দিয়েই তার সাথে জমাতে শুরু করলাম। কিন্তু ভার্সিটির মাঝ বরাবর এসে আগ্রহ হারিয়ে ফেললাম।

উপরন্তু গার্লফ্রেন্ড দিবি্ব দিয়েছিল ওইগুলো ডিলিট করতে হবে, তার কথা রাখতেই সবগুলো শিফট + ডিলিট চেপে ডিলিট করেছিলাম। মাঝে মাঝে এক্স রেটেড ব্লু ফিল্মও দেখতাম, ওটার প্রতিও এক সময় ঝোঁক হারিয়ে ফেললাম। কারন যখন ওগুলো দুঃপ্রাপ্য ছিল মানে হাতের কাছে পেতাম না, তখনও ওগুলোর প্রতি চরম আগ্রহ ছিল। আর এখন চাইলেই পাই তাই আগ্রত হারিয়ে ফেলেছি। তবে মাঝে মাঝে রেটেড ফোরামগুলোতে যাই।

কারোও ঠিকানা লাগলে আওয়াজ দিয়েন, ইমেইল এড্রেসে পাঠিয়ে দেব। এখন আসল কথাটা বলি- যৌনতা, নগ্নতা সৃষ্টির আদি থেকে আছে, এটা এমন কিছু না যে উড়ে এসে জুড়ে বসেছে। কিন্তু সবখানে সব কিছু মানায় না। যেমন মেয়েদের মিনি স্কর্াট যেমন আমাদের দেশে, আমাদের সংস্কৃতিতে মানায় না, তেমনি মেয়েদের বোরখা অন্য সংস্কৃতির কাছে নারী স্বাধীনতার পরিপন্থি। আবার সামহোয়ারইন-এ যেহেতু সব বয়সেই ব্লগাররা লেখালেখি করে সেহেতু স্বাধীনতা চর্চা কিংবা মুক্তচিন্তার নামে একেকটা ছবি তুলে দিয়ে - "বলতো এইটা কি?" প্রশ্ন করাটা শোভনীয় না।

যদি কারোও অশ্লীল (আমাদের সংস্কৃতি অনুসারে) ছবি, কলাম, লেখালেখি করতে ইচ্ছেই হয় তো অনলাইলে এরকম হাজার হাজার ফোরাম আছে সেখানে গিয়ে সাহিত্য চর্চা করলে ভাল হয়। ইদানীং দেখা যাচ্ছে কতিপয় ব্লগার রগরগে না হলেও একটা ইয়ে সম্বলিত ছবি পোষ্টাইতে ব্যস্ত। ইষৎ হলেও তো ওগুলো সবাইকে সুড়সুড়ি দিচ্ছে। যা কোনভাবেই হিতকর না, কারন এই প্রথা চালু থাকলে সামহোয়ারইন- এক সময় এক্স রেটেড ফোরাম হয়ে যাবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.