আমাদের কথা খুঁজে নিন

   

কমান্ডোস গেমে মুক্তিযুদ্ধ

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

2000 সালে খুব আগ্রহ নিয়ে কমান্ডোস, ' বিয়োন্ড দ্যা কল অব ডিউটি ' গেমটি খেলতাম। এদেশের মুক্তিযুদ্ধ নিয়েও এরকম কী একটা স্ট্রাটেজি গেম বানানো যায়না? সেখানে সাত বীরশ্রেষ্ঠকে সমন্বয় করে প্রতিটি মিশন সাজানো যায়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মেরিন সেনা, মতিউর পাইলট, জাহাঙ্গীর ক্যাপ্টেন 'গ্রিন ব্যারেট', আব্দুর রউফ স্নাইপার, নূর মুহাম্মদ স্যাপার । বাংলার প্রতিটি ঘাটিতে শ্বাসরুদ্ধকর অপারেশন । শত্রু হিসেবে নাজিদের মত রাখা হবে পাক বাহিনী।

সাধারণ জনতার মাঝে মিশে থাকা বিশ্বাসঘাতক রাজাকারদের ফাঁদ। কমান্ডোজ গেমের আদলেই প্রতিটি মিশনের শুরুতেই থাকবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক পটভূমি- সাদাকালো ছবি, বঙ্গবন্ধুর ভাষণ, পাক বাহিনীর বর্বতার স্থির বা চলচিত্র। প্রতিটি সফল মিশনের জন্য আর্মি প্রমোশন দেয়া হবে। কপের্ারাল থেকে বিগ্রেডিয়ার হয়ে একেবারে ফিল্ড মাশর্াল পর্য়ন্ত। কমান্ডোস গেমটি যারা দেখেছেন বা খেলেছেন, আমি নিশ্চিত তারা এখন শিহরিত।

খোজ নিয়ে দেখেছি, স্ট্রাটেজি গেমের গেম ইঞ্জিন যেমন অত্যন্ত ব্যয়বহুল, এতে বাস্তব ও জীবন্ত করে তোলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার কাজ গুলো অত্যন্ত দুরূহ, সময় ও ধৈর্য্যসাপে। তবুও আশা বা কল্পনা করতে তো টাকা লাগেনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.