সাধারণ জ্ঞান-৩০
এককথায় উত্তর দাও : প্রতিটির মার্কস -১
১. কোষ প্রাচীর কী দ্বারা তৈরি? ২. কোন ভিটামিন দেহে জমা থাকে না?
৩. চোখ কীসের অংশ? ৪. প্রোটিনের অভাবে কোন রোগ হয়?
৫. ২০০ গ্রাম দ্রাবকে চিনির প্রয়োজনীয়তা কত?
৬. ওজোনের সংকেত কী? ৭. IT এর পূর্ণরূপ লিখ।
৮. ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে কী ব্যবহার করতে হয়?
৯. হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ প্রবাহ সচল রাখার জন্য কী ব্যবহার করতে হয়?
১০. কোন সফটওয়্যার দিয়ে কম্পিউটারে লেখালেখি করা যায়?
১১. পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে খবর পাঠাতে কী ব্যবহার করতে হয়?
১২. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত? ১৩. সার্বভৌম ক্ষমতার মূল অধিকারী কে?
১৪. দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর গঠিত সংগঠনের নাম কী?
১৫. ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায় অবস্থিত?
১৬. বর্তমানে বাংলাদেশের গ্রামের সংখ্যা কত?
১৭. বঙ্গোপসাগরের আয়তন কত?
১৮. প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন কে?
১৯. গলফ বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশি কে?
২০. জাতীয় সংসদ ভবনসংলগ্ন লেকটির নাম কি?
২১. মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? ২২. BGB এর মহাপরিচালক কে?
২৩. বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
২৪. দেশের প্রথম নগরমাতা কে?
২৫. সেনাবাহিনীর সর্বোচ্চ পদমর্যাদার নাম কি?
২৬. প্রথম বাংলাদেশি হিসেবে কে টেস্টে ডবল সেঞ্চুরি করেছেন?
২৭. বলপয়েন্ট কলমের আবিষ্কারক কে? ২৮. মেঘনা নদীর দৈর্ঘ্য কত?
২৯. পদবি অনুসারে সাজাও : মেজর, ক্যাপ্টেন, কর্নেল, ব্রিগেডিয়ার।
৩০. কোনটি বেমানান? আদা, রসুন, পেঁয়াজ, হলুদ, মরিচ।
গণিত : মার্কস ৫৫
১. সঠিক উত্তরটিতে টিক (্র) চিহ্ন দাও : ১x১০=১০
ক. কোন সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য?
i. ৫৬৭২ ii. ৭২৪৯ iii. ৪৯২৩ iv. ৬৫৩৩
খ. ৫৭৪ ২ এর স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে?
i. ২ ii. ০ iii. ৫ iv. ৮
গ. নিচের কোন ভগ্নাংশ যুগল সমতুল?
৩৮ ১১৪ ৭ ১৪ ১৭ ৫১ ৫ ১৫
i. ---- , ---- ii. --- , --- iii.---, ---- iv. ---, ----
৫০ ১৫ ১১ ৩৩ ২৫ ১০০ ৮ ২৪
ঘ. ভগ্নাংশের গুণনীয়কের সংখ্যা-
i. ১টি ii. ২টি iii. ৩টি iv. অসংখ্য
ঙ. ০.০১x০.০০২x = ০.০০০০০০০০৬ গাণিতিক বাক্যে -এ কোন সংখ্যা হবে?
i. ০.০৩ ii. ০.০০৩ iii. ০.০০০৩ iv. ০.০০০০৩
৩
চ. ---ী+ী রাশিটিতে ী এর সহগ কত?
৫
৩ ৫ ৪
র. ১ রর. ১ঙ্ ররর. ১ঙ্ রা. ঙ্
৫ ৩ ৫
ছ. ী,ু,ু,৫ী,৩ সংখ্যাগুলোর কোনটি প্রচুরক?
র. ৫ রর. ৩ ররর. ী রা. ু
জ. কোন জোড়া সদৃশপদ নির্দেশ করে?
রর. ২ী,-৭ীু রর. - ৩ীু, ৭ী২ু ররর. ৩ী২,-৭ী২ রা. -৭ী২ু, ৮ীু২
ঝ. আয়তক্ষেত্রের সনি্নহিত বাহু দুটি_
র. পরস্পর সমান রর. পরস্পর সমান্তরাল ররর. পরস্পর লম্ব রা. সবগুলো
ঞ. ্র ২১৬ এর মান কত? র. ৭ রর. ৬ ররর. ৪ রা. ৮
২. শূন্যস্থান পূরণ কর :
ক. ২৪ এর উৎপাদকগুলো হলো---- খ. ইঙউগঅঝ এর পূর্ণরূপ-----
গ. ৩ : ৪ এর দ্বিজাজিত অনুপাত -------
১
ঘ. একটি রাশি অপর একটি রাশির --%। রাশি দুটির অনুপাত -----
২
ঙ. + ৭ হতে -৭ বিয়োগ করলে হবে-------
চ. ২ধূ৩ন২ূ৪পূ৬ী২ূ৫ন৩ = -------
ছ. -------এর এক জোড়া বাহু সমান্তরাল
জ. সমান্তরাল সরলরেখার ------ দূরত্ব সর্বদা সমান।
(ঝ) ী মিটার লম্বা একটি লাঠি হতে ধ-ন মিটার কেটে নিলে অবশিষ্ট থাকে--
১
ধ-২ূ--
৩
ঞ. ---- =০ হলে, ধ এর মান-------
১
২ূ--
৩ [চলবে]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।