মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা
আজকে ল্যাবে বসে একটা কেমিক্যাল বয়েল হওয়ার জন্য ওয়েট করছইলাম। আমি, র্সেগেই এবং রর্বাট। কথা হচ্ছিল বিভিন্ন বিষয় নিয়ে। হঠাৎ আমি বললাম তোমাদের ঐখানে চর্াচ কি পরিমাণ ।
র্সেগেই বলল রাশিয়াতে এক সময় চর্াচ ছিল খুব কম প্রতি 20,000 জনে একটা।
ওদের ঐখানে চর্াচ এর বদলে প্রচুর স্কুল করেছিল সরকার। নাচ, গান , সায়েন্স , খেলাধূলার ক্লাব । এখন প্রচুর চর্াচ হচ্ছে।
রর্বাট বলল আমেরিকায় প্রতি 200 জনে 2 টা চর্াচ। সাউথে আমি নিজে আমার স্কুলে যাওয়ার 3.6 মাইলে অন্তত 6 টা চর্াচ দেখি।
শহরের প্রতিটা পর্াকে উইকএন্ডে চর্াচ মুভি দেখার আয়োজন করে, ফ্রি ড্রিংকস , চিপস। চর্াচ এর এ্যাড হয় এইখানে এইভাবে ,,
'' তোামার সন্তানকে একজন রিয়েল হিরোর সাথে পরিচয় করিয়ে দাও, যীশু ''
'' মুফতে খাওয়া আছে , চলে এসো রবিবার ''
এরপর র্সেগেই বলল ওদের বলশেভিক বিপ্লব পরর্বতী, সময়ের কথা। সবার জন্য চাকরী, খাওয়া পলিসি। ভূমির সমান বন্টন। বড়লোক গরীবলোক সবাইকে তখন একই সাইজের বাড়ীতে থাকতে হতো।
এখন নাকি রাশিয়ায় বড়লোকের বড় বড় প্রাসাদ বানাচ্ছে। আগে এই রকম বাড়ী বানানোর অনুমতি ছিলো না।
রর্বাট বলল এটাতো আইডিয়ালিস্ট পলিসি। র্সেগেই বলল , না এটা সোশালিস্ট পলিসি। রর্বাটরে জিজ্ঞাসা করলাম যেটাই হোক এই পলিসি তোমার কেমন লাগে? ও বলল এটাই হওয়া উচিত পলিসি সব দেশের।
অনেক মানুষের মুখে আমি এই কথাই শুনলাম।
কিন্তু সমস্যা হচ্ছে মানুষ নিজেই সন্তুষ্টি জিনিসটাই বিশ্বাসী না। পলিসি বিশ্বাসী হলে কাজ কি। পলিসি জোর করে কয়দিন গেলানো যায়। এখন মারিয়া শারাপোভার বাৎসরিক ইনকাম 25.6 মিলিয়ন ডলার, ও আরো বেশী টাকা চায়।
আমরা এখনো আমাদের প্রয়োজন কোনটা আর দরকারী কোনটা বুঝি না। দওষ দিয়ে যাই পলিসির।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।