বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
দানিউব নদীকে নতুন করে পরিচয় করে দেবার কিছুই নেই । অথার্ত যারা ভূগোল সম্বন্ধে ভাল জ্ঞান রাখেন ।
পৃথিবীতে মানুষের উতপাত বলতে যা বোঝায় তা দানিউব এ এসেই বুঝা যাবে । প্রায়ই এখানে নানা রঙ বেরং এর মেলা বসে । এ গুলোর নামের বাহারও বিভিন্ন রকম হয়ে থাকে ।
তবে এ সুযোগে টাকা কামাইওয়ালারা দু'পয়সা গাটেঁভড়ে নেয় ।
এর মধ্যে '' ডোনাউ ফেস্ট '' অন্যতম । এ ছাড়া আরও অন্যরক ফেস্ট টেস্ট হয় । অধিকাংশই গান কে ভিত্তি করে হয় । গলা থাকুক আর না থাকুক ।
যতটুকু গলা ফাটিয়ে চিৎকার করা হবে ,ততবেশি নাম ডাক । যেহেতু গান এর সমঝদার আমি নই । সুতারাং আমার কাছে তাই লাগে । বিশেষ করে
[গাঢ়] ''টোকিও হোটেল'' [/গাঢ়] এর গান আমার কেমন জানি পাগলাটে লাগে । পোশাক আশাক তো আরও অদ্ভুত ।
অথার্ত আমাদের মত তৃতীয় বিশ্ব থেকে আশা মানুষদের কাছে আপাতত তাই লাগে ।
আসল ঘটনায় তাহলে ফিরে আসি । সেই রকম ফেস্টে কতই না হাজারো রকমের আনা গোণা । আসল আনাগোনা হয় বিদেশীদের ।
নানা মুনির নানা মত অনুসরণ করেই বলি
নানা জনের নানা চিন্তা
কিছু বিশেষ উদ্দেশ্য যেরকম [সাইজ=4]লাড়কি [/সাইজ]খোজাঁ ।
মানে মেয়ে পটানো , উদ্দেশ্য একটাই, এরপরই ডাইরেক্ট বাসর ঘর(ক্লোজআপহাসি) ।
আছে আছে, কারণ আছে।
অধিকাংশ লোকের ভিসা সমস্যা
আর অনেকের আশ্রিত অবস্থা ।
সুতরাং বাচাঁর এই একমাত্র পথ
যা সবাই মানে একই মত ।
বিয়ে করলেই কাগজ হয়
সামনে যে আর কোন চিন্তা নয় ।
যার যার অফার দিয়েই যায়
সবার অফার কি সাধে হয় ।
আমিও অবাক হাই এদের কান্ড দেখে, মেয়েদেরকে পটানোর জন্য কি না করে, ক্যাবারে ডেনস, ঘোরাঘোরি , চোখে চোখ, একটু আড়ম্বরপূর্ণ সাজগোজ, কিছু স্টাইলের কথা ।
আর কি!!!
কত কিছু খাজানা থেকে বাজনা দিয়ে শেষ পর্যন্ত,
গলায় ঝোলায় । সবাই পারে না তবে [সাইজ=6]50[/সাইজ][সাইজ=4]%[/সাইজ]ই পারে ।
কিন্তু এমন লোকও আছে যারা টাকা ছড়ানো ছাড়া মেয়ে শিকার করতে চায় ।
তাদেরও কপাল থাকে এমনই ভাল , যে মেয়ে কাধেঁ পড়ে তার থেকে নিস্তার সেই সদূর চীনেও মিলবে না ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।