আমাদের কথা খুঁজে নিন

   

রসালো মাগনা অফার দিয়েন না

আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুস্পের হাসি

বেশকিছুদিন ধরে প্রায়ই মোবাইল কোম্পানীগুলো বিভিন্নধাঁচের ফ্রি অফার দিয়ে আসছে। কখনো সারারাত, কখনো নির্দিষ্ট কয়েক ঘন্টা। যেহেতু মুরুবি্বরা বলতেন বাঙালিরা ফ্রি পেলে আলকাতরাও মাশাল্লাহ সহী সালামতে গলায় ঢুকিয়ে নেয়। আর এ ঢকাঢুকির ফাদে পড়ে জরুরি কল করতে পারেন না অনেকেই। গত বছর ডিজুসের সারারাত হুদাই প্যাচাল অফার চলাকালীন আমার মূমুর্ষ এক বন্ধুর চিকিৎসার ব্যবস্থা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিলো নেটওয়ার্ক অসম্ভব রকম ব্যস্ত থাকার জন্য।

সেই রাতটি এখনো আমার মনে পড়লে মৃতু্যর ভয়াবহতার কথা জেগে ওঠে। সম্প্রতি গ্রামীন ফোন Voice sms ফ্রি'র একটা অফার দিয়েছে। যার সদ্্ব্যবহার করতে গিয়ে সেই একই অবস্থা-Network Busy. সেই সঙ্গে যুক্ত হয়েছে 50 পয়সায় প্যাচালের মহাসুযোগ। সুতরাং গ্রামীণ ফোনের বিজনেস বাড়ার সঙ্গে সঙ্গে বেড়ে গেছে নেটওয়ার্কের বিজিনেস। তাই গ্রামীণ ফোন কর্তৃপক্ষের কাছে বলতে চাই নেটওয়ার্ক উন্নয়ন না করে আর কখনো রসালো মাগনা অফার দিয়েন না, প্লিজ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.