আমাদের কথা খুঁজে নিন

   

হাদারাম

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

ভেবেছিলাম হবো রাম হলাম গিয়ে হাদা, সীতার মতো পাবো বউ বুঝলেন কিনা দাদা। লক্ষণ মোটে ছিলনা ভাল ভাগ্যে ছিল ফাড়া, সীতার বাবা রাবণ হয়ে করলো আমার তাড়া। শূপর্ণখা জুটলো সে এক সতী সাধ্যি সেজে, সারাটা জীবন মনের সুখে খেলো আমায় ভেজে। বিপদ দেখে হাত বাড়ালো হনুমানের এক চ্যালা, আদালতের পথ দেখিয়ে মারলো পাছায় ঠ্যালা। উকিল বেটা মেঘনাদ হয়ে মামলা নিলো সেধে, ছাগল বানিয়ে ইচ্ছে মতো রাখলো খোটায় বেঁধে। মাসে মাসে দেই হাজিরা আদালতের দোরে, মামলা শুধুই ঘুরে বেড়ায় এ ঘরে ও ঘরে। সীতা আমার পিছ ছাড়েনা খরপোষ নেয় চেয়ে, বিভীষণ এক শালা আমার আছে খেয়ে দেয়ে। আমার মতো বোকা যারা আস্ত হাদা রাম, নিজের দোষে কপাল পুড়ে বলে বিধি বাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।